বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ঢাকা

কঙ্গনার কয়েক কোটির গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

কঙ্গনার কয়েক কোটির গাড়ি

বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। ১৬ বছর বয়সে বাড়ি ছেড়ে যাওয়া কঙ্গনা, আজ কোটি কোটি টাকার গাড়ি চড়েন। জানুন কঙ্গনার গাড়ি বহর সম্পর্কে।

সিনেমার পাশাপাশি আরও একাধিক বিষয়ে নিজেকে ব্যাস্ত রাখেন কঙ্গনা। কখনও রিয়েলিটি শো তো কখনও আবার ডিরেক্টর। কঙ্গনা রানাওয়াতের লাইফস্টাইল বড় অভিনেতাদেরও হার মানায়। শুধু লাইফস্টাইল না অভিনেতাদের মতো কোটি টাকার গাড়ি চড়তেও পছন্দ করেন কঙ্গনা।


বিজ্ঞাপন


কঙ্গনার গ্যারেজে শোভা পাচ্ছে- কয়েক কোটির  অডি-বিএমডাব্লিউর মতো বিলাসবহুল গাড়ি।

bmw carবিএমডাব্লিউ ৭ সিরিজ

সাদা রঙের ঝাঁ চকচকে বিএমডাব্লিউ ৭ সিরিজ ৭৩০ডি মডেলের গাড়ি রয়েছে কঙ্গনার। এই বিলাসবহুল গাড়ি তিনি কেনেনি বরং উপহার দেওয়া হয়েছে। জানলে অবাক হবেন, ভারতে বিক্রি হওয়া বিএমডাব্লিউ এর গাড়িগুলোর প্রিমিয়াম এডিশন এই মডেল। গাড়িটির দাম ভারতে সোয়া কোটি রুপি।

অডি কিউ ৩


বিজ্ঞাপন


জার্মানির আরও এক নামি অটোমোবাইল সংস্থা অডি এ দেশে একাধিক গাড়ি কেনা-বেচা করে। যার মধ্যে একটি অডি কিউ ৩। কঙ্গনাকে বিভিন্ন সময় এই গাড়ি চড়তে দেখা গিয়েছে। গাড়ির দাম ভারতে অর্ধ কোটি রুপি।

kongonaমার্সিডিজ ​বেঞ্জ জিএলই ৩৫০ডি

মার্সিডিজ-বেঞ্জের তৈরি অসাধারণ এসইউভি জিএলই ৩৫০ডি। এই বিলাসবহুল গাড়ি রয়েছে কঙ্গনার।'জাজমেন্টাল হে ক্যা' ছবির সাফল্যের পর এই গাড়ি নিজেকে উপহার দেন তিনি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর