শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

২ ব্যাটারির ই-স্কুটার এলো, এক চার্জে ১৮০ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

২ ব্যাটারির ই-স্কুটার এলো, এক চার্জে ১৮০ কিলোমিটার

ইলেকট্রিক স্কুটারের বাজারে স্টার্টআপ কোমাকি। সম্প্রতি ভারতীয় এই প্রতিষ্ঠানটি নতুন একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হয়েছে। কোমাকি এলওয়াই প্রো নামের ই-স্কুটারটির সবচেয়ে বড় চমক হলো ডুয়েল ব্যাটারি, যা ৬২ ভোল্টের ৩২ অ্যাম্পিয়ার-ঘণ্টা। এই দুটি ব্যাটারিই রিমুভেবল। ডুয়েল চার্জার ব্যবহার করে ব্যাটারি চার্জ করা যাবে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র ৪ ঘণ্টা ৫৫ মিনিট চার্জ করলেই ই-স্কুটারটি ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে।


বিজ্ঞাপন


কোমাকি এলওয়াই প্রো ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ এক চার্জে ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে। এতে রয়েছে অ্যাডভান্সড অ্যান্টি-স্কিড টেকনোলজি, যা পাহাড়ি এলাকায় স্কুটারটিকে পিছলে যাওয়ার থেকে রক্ষা করবে। এতে রয়েছে ১২ ইঞ্চির টিউবলেস টায়ার।

komaki-ly-proস্কুটারে টিএফটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে অনবোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম, ব্লুটুথ, কলিং অপশনের মতো একাধিক ফিচার্স। বাইকটিতে মোট তিনটি গিয়ার মোড রয়েছে। সেগুলো হলো— ইকো মোড, স্পোর্টস মোড এবং টার্বো মোড।

মেকানিক্যাল ফ্রন্টের দিক থেকে এই স্কুটারে রয়েছে এলইডি ফ্রন্ট উইঙ্কার্স। ৩ হাজার ওয়াট হাব মোটরস বা ৩৮ এএমপি কন্ট্রোলার রয়েছে স্কুটারটিতে। এতে পার্কিং অ্যাসিস্ট কন্ট্রোল এবং রিভার্স ফাংশন দেওয়া হয়েছে।

ভারতে এই স্কুটারের দাম ১ লাখ ৩৭ হাজার ৫০০ রুপি (এক্স-শোরুম)।


বিজ্ঞাপন


এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর