বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাজাজ পালসার এনএস১৬০ এলো নতুন ভার্সনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

বাজাজ পালসার এনএস১৬০ এলো নতুন ভার্সনে

বাজাজের পালসারের জনপ্রিয় সেগমেন্ট এনএস ১৬০ মডেলের নতুন ভার্সন এলো। এর ডিজাইন চমকে দেওয়ার মতো। এই বাইকে আপ সাইড ডাউন (ইউএসডি) সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এনএস১৬০ ছাড়াও বাজাজ পালসার এনএস২০০ মডেলের আপডেটেড ভার্সন এনেছে। উভয় মডেলে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে।   

২০২৩ ভার্সনের পালসার এনএস১৬০ মডেল রয়েছে একটি  ১৬০ সিসির সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ১৭.২পিএস পাওয়ার এবং ১৪.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এর ইঞ্জিনটি একটি ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।


বিজ্ঞাপন


pulsarপুরনো মডেলের মতোই নতুন ভার্সনে হ্যালোজেন হেডলাইট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি টেললাইট দেওয়া হয়েছে।

ভারতে পালসার এনএস১৬০ নতুন ভার্সনের দাম ১ লাখ ৩৪ হাজার ৬৭৫ রুপি। 

বাংলাদেশে এই মডেলটি কবে আসবে সে সম্পর্কে কিছুই জানায়নি বাজাজ। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর