ভারতে টাটা গাড়ির কারখানা সামলান নারীরা। ডিজাইন থেকে প্ল্যানিং কিংবা ম্যানুফাকচারিং, সব দায়িত্ব নিজের কাঁধে তুলে দিয়েছেন নারী কর্মীরা। যা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
আজ থেকে ৩ বছর আগে ভারতের টাটা গাড়ির প্লান্টে নারী কর্মীর সংখ্যা ছিল ১১১০। যা সেই সময় মোট কর্মশক্তির ৩ শতাংশ ছিল মাত্র। ২০২১ সালে এই প্লান্টে নারী কর্মচারীর বাড়ানোর সিদ্ধান্ত নেয় টাটা মোটরস।
বিজ্ঞাপন
ভারতের মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত টিসিএফ-২ প্যাসেঞ্জার ভেহিকেল লাইন পিম্পরি প্লান্ট। যেখান থেকে তৈরি হওয়া সেডান, হ্যাচব্যাক এবং এসইউভি পৌছে যাচ্ছে দেশের একাধিক প্রান্তে। ভারত ছাড়িয়ে রফতানি হচ্ছে অন্য দেশেও।
২০২১ সালের এপ্রিল মাসে একটি নতুন লাইন তৈরি করে টাটা। যেখানে শহর, মফস্বল, গ্রামের স্কুল এবং আইটিআই থেকে সদ্য উত্তীর্ণ নারীদের নিযুক্ত করা হয় এই প্লান্টে।
ওই বছরের জুন মাসে শুরু হয় নারীদের নিয়োগ প্রক্রিয়া। ৪৫ দিন প্রশিক্ষণ দেওয়া হয় নিযুক্ত এসব কর্মীদের। এখন টিসিএফ লাইনে ১৫০০ জন নারী কাজ করেন। যাদের বয়স ২০ থেকে ২৫ বছর। প্লান্টে অবস্থিত ৯৭টি স্টেশনে নিযুক্ত করা হয়েছে এসব নারীদের।
টাটা মোটরস জানিয়েছে, তাদের সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালের আগস্ট মাসে, ওই মাসে ২৫২টি গাড়ি উৎপাদন হয়।
বিজ্ঞাপন
এজেড

