শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাতে হাইওয়েতে নিরাপদে মোটরসাইকেল চালানোর নিয়ম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২৩, ১১:০৬ এএম

শেয়ার করুন:

রাতে হাইওয়েতে নিরাপদে মোটরসাইকেল চালানোর নিয়ম

রাতে মহাসড়কে মোটরসাইকেল চালানো ঝুঁকিপূর্ণ। কিন্তু তারপরও প্রয়োজনে কিংবা অ্যাডভেঞ্চারের নেশায় অনেকেই রাতে বাইক রাইড করেন। জানুন কীভাবে রাতে নিরাপদে মোটরসাইকেল চালাবেন।  

রাতে মহাসড়কে মোটরসাইকেল চালানোর সময় সবচেয়ে বেশি সমস্যা হয় উল্টা পাশ থেকে আশা যানবাহনের হাই বিম। যা সরাসরি চোখে এসে লাগে। ফলে চোখ ধাঁধিয়ে যায়।


বিজ্ঞাপন


bike rideএখন প্রায় সব গাড়ি-বাইকেই দেখা যায় এলইডি হেডল্যাম্প। সামনের রাস্তা ক্রিস্টাল ক্লিয়ার দেখার জন্য এই ফিচার একদিকে যেমন কার্যকরী তেমনই অন্যদিকে বিপরীত লেন থেকে আসা গাড়ির জন্য ভয়ঙ্কর।

উজ্জ্বল হেডলাইটের আলো সরাসরি চোখে পড়লে গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারে চালক। শুধু বিপরীত লেন নয়, পিছন থেকে আসা গাড়ির আলো যদি রিয়ার ভিউ মিরর-এ প্রতিফলিত হয়ে আপনার চোখে আসে তাহলেও বিপদ ঘটতে পারে। এই সমস্যা সমাধানের জন্য সচেতনতার পাশাপাশি কয়েকটা বিষয় মাথায় রাখা জরুরি।

bike১. উইন্ডশিল্ড পরিষ্কার রাখুন

গাড়ি ও বাইকের উইন্ডশিল্ড নিয়মিত পরিষ্কার রাখতে হবে। যাতে বিপরীত লেন থেকে আসা গাড়ির উজ্জ্বল আলো উইন্ডশিল্ড ভেদ করে আপনার চোখে আঘাত না করতে পারে। পরিষ্কার করার সঙ্গে উইন্ডশিল্ডে স্ক্র্যাচ রয়েছে কিনা সেটিও পরীক্ষা করুন। অপরিচ্ছন্ন বা গাড়ির কাঁচে স্ক্র্যাচ থাকলে তা উচ্চ গতিতে চলা গাড়ির নিয়ন্ত্রণ নষ্ট করতে পারে।


বিজ্ঞাপন


২. চোখের যত্ন নিন

যেহেতু পুরো বিষয়টাই চোখ নির্ভর তাই চোখের যত্ন নেওয়া বাধ্যতামূলক। খুব বেশি আলো সহ্য করতে যদি চোখে সমস্যা হয় বিশেষ করে রাতের সময় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চোখ দেখান। কারণ বিভিন্ন উপায় অবলম্বন করলেও চোখে কোনও সমস্যা তৈরি হলে তা জীবনদায়ী হতে পারে।

bike৩. উন্নত মানের হেলমেট ব্যবহার করুন

বাইকারদের এই সমস্যার বড্ড কষ্টকর। যেহেতু মোটরসাইকেলে সেইভাবে উইন্ডশিল্ড থাকে না তাই হেডল্যাম্পের উজ্জ্বল আলো সরাসরি চোখে পড়লে তা সমস্যা তৈরি করতে পারে। তাই বাইক চালকদের উন্নত হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। শুধু চালান থেকে বাঁচার জন্য নয়, পুরু কাঁচের টেকসই হেলমেট ব্যবহার করুন যাতে রাতের বেলা এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন।

৪. রিয়ার ভিউ মিরর অ্যাডজাস্ট করুন

বিপরীত লেনের পাশাপাশি পিছনে আসা গাড়ি বা বাইকের হেডলাইটের আলো থেকেও গাড়ির নিয়ন্ত্রণ হারাতে পারে। অনেকসময় রিয়ার ভিউ মিররে আলো প্রতিফলিত হয়ে সরাসরি চালকের চোখে পড়ে। তাই রাতে লম্বা ভ্রমণের আগে আলো যাতে প্রতিফলিত হয়ে চোখে না পড়ে সেইভাবে রিয়ার ভিউ মিরর অ্যাডজাস্ট করুন।

bike last৫. অ্যান্টি গ্লেয়ার চশমা পরুন

উক্ত চার টিপসের পাশাপাশি আরও একটি উপায় হল অ্যান্টি গ্লেয়ার চশমা। বাইক চালকদের জন্য সাধারণত এই চশমা ব্যবহার করতে বারণ করা হয়। তবে রাতে চালানোর সময় সমস্যা বাড়লে অ্যান্টি গ্লেয়ার চশমা কাজে আসতে পারে। এই চশমা হল মূলত হলুদ লেন্সযুক্ত চশমা, বা পোলারাইজড ইউভি ব্লকিং ট্রিটমেন্ট যাকে ড্রাইভিং বা রাইডিং চশমাও বলা হয়। এতে অ্যান্টি-রিফ্লেক্টিভ লেয়ার থাকে। তবে এই চশমা চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে এবং চোখের যথাযথ পরীক্ষা করার পর নেওয়া উচিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর