ভারতের হিরো মটো কর্পের তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে জনপ্রিয় সিরিজ এইচএফ ডিলাক্স। এর কয়েকটি ভার্সন আছে। কোনটায় সেলফ স্টার্ট কোনোটায় কিক স্টার্টার দেওয়া হয়েছে। এসব বাইকের বড় সুবিধা অত্যাধিক মাইলেজ। হিরো দাবি করছে এইচএফ ডিলাক্স এক লিটার জ্বালানিতে কমপক্ষে ৮০ কিলোমিটার পথ চলতে পারে।
হিরো এইচএফ ডিলাক্স মূলত এন্ট্রি লেভেলের কমিউটার। এই বাইকের জ্বালানি খরচ যেমন কম তেমনি রক্ষণাবেক্ষণের খরচ কম।
বিজ্ঞাপন
বর্তমানে হিরো এইচএফ ডিলাক্স ড্রাম ব্রেক এবং কিক স্টার্ট ভেরিয়েন্টের দাম ভারতে ৫৯ হাজার ৯৯০ রুপি। এটির একটি টপ ভেরিয়েন্ট রয়েছে এইচএফ আই৩এস ড্রাম সেলফ যার এক্স-শোরুম দাম ভারতে ৬৭ হাজার রুপি।
মোট ৪টি ভেরিয়েন্টে পাওয়া যায় এইচএফ ডিলাক্স। এগুলো হলো- স্পোক হুইলসহ কিক স্টার্ট, অ্যালয় হুইলসহ কিক স্টার্ট, অ্যালয় হুইলসহ সেলফ স্টার্ট এবং অ্যালয় হুইল সহ সেলফ স্টার্ট সঙ্গে আই৩এস প্রযুক্তি। শোরুমে এই মোটরসাইকেল চারটি রঙে হাজির। হিরো এইচএফ ডিলাক্সের ওজন ১১০ কেজি।
এই মোটরসাইকেলে ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি মিলবে ৯.১ লিটার। বাইকে ইঞ্জিন রয়েছে ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ৯.৯১ বিএইচপি শক্তি এবং ৮.০৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।
হিরো এইচএফ ডিলাক্সে আই৩এস প্রযুক্তি ব্যবহারের ফলে এই বাইকের মাইলেজ বেড়েছে। হিরো দাবি করে প্রতি লিটারে এই মোটরসাইকেলে ৮০ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে।
বিজ্ঞাপন
বাইকটির ফিচার্স হিসাবে মিলবে অ্যানালগ স্পিডোমিটার, ডিআরএল, লো ফুয়েল ইন্ডিকেটর, অটোমেটিক হেডলাইট অন, হ্যালোজেন হেডলাইট, টেললাইট ও টার্ন সিগন্যাল।
এটি একটি ১০০ সিসির মোটরসাইকেল। এই সেগমেন্টের অন্যসব মডেল, ব্র্যান্ডের তুলনায় অনেকটাই এগিয়ে হিরো এইচএফ ডিলাক্স।
এজেড

