শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ঢাকা

হুন্দাই ভার্না ২০২৩: বাজারে আসার আগেই ভাইরাল এই গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৩, ১০:০৬ এএম

শেয়ার করুন:

হুন্দাই ভার্না ২০২৩: বাজারে আসার আগেই ভাইরাল এই গাড়ি

হুন্দাই ভার্না ২০২৩ মডেল বাজারে আসবে মার্চের শেষের দিকে। বাজারে আসার আগেই এই গাড়ি আলোচনায় এসেছে। নতুন এই গাড়ির একাধিক ছবি ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিতে গাড়িটির একাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে।  

হুন্দাই ভার্না নবরূপে আসছে ২০২৩ ভার্সনে। কম্প্যাক্ট সেডানটিকে একাধিক দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হোন্ডা সিটি, মারুতি সিয়াজ, ফক্সওয়াগেন ভার্তুস, স্কোডা স্লাভিয়াসহ একাধিক গাড়ির সঙ্গে এই গাড়ি প্রতিযোগিতা করবে। 


বিজ্ঞাপন


নতুন প্রজন্মের হুন্দাই ভার্না ২০২৩ মডেলটিতে আগের প্রজন্মের তুলনায় একাধিক পরিবর্তন করা হচ্ছে। নতুন এই গাড়িতে থাকবে হেডলাইটের নতুন সেট, ডিআরএল এবং টেইললাইট ইউনিট।

hundai vernaনতুন ভার্সনটি মডেলটি পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় আরও স্লিকার হতে চলেছে। সম্প্রতি যে ছবিগুলি লিক হয়েছে, সেগুলো কোরিয়াতে তোলা। এটি হল এসেন্ট সেডান। হুন্দাই তার ভার্নাগাড়িটি গ্লোবাল মার্কেটে এই নামেই বিক্রি করে। 

যে ছবিগুলো ভাইরাল হয়েছে, সেখানে দেখা গেছে প্যারামেট্রিক ডিজাইনসহ একটি নতুন গ্রিল। এর আগের অর্থাৎ বাজারে চালু সাম্প্রতিকতম হুন্দাই ভার্নার বা টুসনের ক্ষেত্রে এমনটা দেখা যায়নি। 

নতুন ভার্না ২০২৩ এর গ্রিলে থাকছে এলইডি হেডলাইটের সেট। কয়েক দিন আগেই হুন্দাইয়ের একটি টিজার শেয়ার করেছিল। সেখানে দেখা গেছে, এই সেডানের বনেটে ডিআরএল বার স্ট্রেচ করা রয়েছে।


বিজ্ঞাপন


hundai vernaপাশাপাশি নতুন গাড়িতে হুন্দাই তার অ্যালয় হুইল ডিজাইনটিও আপডেট করেছে। গাড়িটির সাইডের কাটস ও ক্রিজেস শুরু হচ্ছে এ-পিলার থেকে এবং তা যাচ্ছে সি-পিলার পর্যন্ত। 

ভার্না ২০২৩ মডেলে এলইডি টেইললাইটের নতুন সেটও যোগ করা হচ্ছে, তার সঙ্গেই আবার যোগ করা হচ্ছে লাইট বার, যা বুটের সমগ্র প্রস্থ জুড়েই দেওয়া হয়েছে। লিক হওয়া ছবিতে গাড়িটিতে সানরুফ দেখা গেছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর