শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

টিভিএস ইলেকট্রিক স্কুটার আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

টিভিএস ইলেকট্রিক স্কুটার আনল

ভারতের খ্যাতনামা অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস নতুন ইলেকট্রিক স্কুটার আনল। মডেল টিভিএস টিভিএস আইকিউব ইলেকট্রিক। 

হোন্ডা অ্যাক্টিভা মডেলকে রীতিমতো ভয় ধরাচ্ছে এই ইলেকট্রিক স্কুটি, বিক্রিতে ঘাড়ে নিশ্বাস ফেলছে।


বিজ্ঞাপন


টু হুইলার মার্কেটে পেট্রোল স্কুটারকে জব্বর লড়াই দিচ্ছে ইলেকট্রিক স্কুটি। বিক্রির হিসেবে কোনও অংশে পিছিয়ে নেই এই সংস্থার স্কুটার।  ফিচার্স অবাক করার মতো।

tvsমোটরসাইকেলের তুলনায় স্কুটারকেই বেশি প্রাধান্য দিচ্ছে মানুষ। বিক্রিও বাড়ছে রকেটের মতো।

টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটার বেশ পছন্দ করছে গ্রাহকরা।

টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটার ফিচার্স


বিজ্ঞাপন


নতুন স্টার্ট-আপ সংস্থাগুলোর মধ্যে টিভিএস একমাত্র পুরোনো সংস্থা যারা মোটরসাইকেলের পাশাপাশি ইলেকট্রিক স্কুটারেও ভালো বিক্রির রেকর্ড বজায় রাখতে পেরেছে। এর অন্যতম কারণ স্কুটারের ফিচার্স। আইকিউব তিনটি ভেরিয়েন্টে বিক্রি হয় বাজারে - স্ট্যান্ডার্ড, এস এবং এসটি। এতে রয়েছে ৩.০৪ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক।

tvsএটির টপ স্পেক ভেরিয়েন্ট অর্থাৎ এসটি মডেলের মিলবে ৪.৫৬ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। এই ইলেকট্রিক স্কুটারের রেঞ্জ সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার। স্কুটারের টপ স্পিড ৭৮ কিলোমিটার প্রতি ঘন্টা এবং এটির ব্যাটারি ০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা ৩০ মিনিট।

টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটার দাম

টিভিএস আইকিউব ইলেকট্রিক স্কুটার স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট ও ও এস ভেরিয়েন্টের দাম ভারতে ৯৯ হাজার ১৩০ রুপি থেকে ১ লাখ ৪ হাজার রুপি পর্যন্ত। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর