শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সেডান ও হ্যাচব্যাক গাড়ির পার্থক্য জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

সেডান ও হ্যাচব্যাক গাড়ির পার্থক্য জানুন

রাস্তায় বিভিন্ন ধরনের চার চাকার গাড়ি দেখা যায়। গাড়িগুলো দেখতে প্রায় একই ধরনের মনে হলেও প্রকৃতপক্ষে সেগুলোর ধরন ভিন্ন। এর মধ্যে জনপ্রিয় দুইটি ধরন সেডান ও হ্যাচব্যাক। মূলত এদের মধ্যে গাড়ির দরজা, ইঞ্জিন, বুট স্পেস ইত্যাদির ভিন্নতা রয়েছে। চলুন জেনে নিই সেডান ও হ্যাচব্যাক গাড়ির পার্থক্য।

sedanসেডান


বিজ্ঞাপন


বাংলাদেশে গাড়ির সবচেয়ে জনপ্রিয় ধরন সেডান। এই ধরনের গাড়িতে চারটি দরজা থাকে, ইঞ্জিন সামনে থাকে এবং মালামাল পরিবহনের গাড়ির পেছনে আলাদা জায়গা থাকে।

কিছু জনপ্রিয় সেডান গাড়ির মধ্যে রয়েছে— টয়োটা প্রিমিও, অ্যালিয়ন, অ্যাক্সিউ, মিতসুবিশি ল্যান্সার, অ্যাট্রেজ ইত্যাদি।

hatchbackহ্যাচব্যাক

হ্যাচব্যাক গাড়িতে বুট স্পেসের জন্য আলাদা কোনো জায়গা থাকে না। এই ধরনের গাড়িতে সাধারণত দুইটি বা পাঁচটি দরজা থাকে। গাড়ির আসনের পর থেকেই বুট স্পেস শুরু হয়। গাড়ির পেছনের দরজা খুললে সরাসরি বুট স্পেস দেখা যায়।


বিজ্ঞাপন


হ্যাচব্যাক ধরনের জনপ্রিয় কিছু গাড়ি হলো— টয়োটা ফিল্ডার, প্রোবক্স, আইএসটি, ভিটজ, ইত্যাদি।

এমএইচটি/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর