টাটা মোটরস তাদের বিভিন্ন মডেলের গাড়ির দাম কমিয়েছে। ভারতে সস্তা হয়েছে বিভিন্ন মডেল। টাটার তাদের প্রাইভেট কার সেগমেন্টে ছাড় ও অফার ঘোষণা করেছে। অফার ও ছাড় দিয়ে কমেছে গাড়ির দাম।
টাটা টিয়াগো হ্যাচব্যাক গাড়ির দাম
বিজ্ঞাপন
কম্প্যাক্ট হ্যাচব্যাক টাটা টিয়াগো পাওয়া যাচ্ছে পেট্রোল ও ডিজেল উভয় ইঞ্জিনের। সঙ্গে সম্প্রতি উপস্থিত হয়েছে সিএনজি ভার্সনও। এই গাড়ির উপর সর্বোচ্চ ২০ হাজার রুপি ছাড় পেয়ে যাবেন গ্রাহকরা। যার মধ্যে ১০ হাজার রুপি কনজিউমার স্কিমের অধীনে ক্যাশ ডিসকাউন্ট এবং ১০ হাজার রুপি এক্সচেঞ্জ বোনাস। এছাড়া কর্পোরেট ডিসকাউন্টের আওতায় কর্পোরেট এমপ্লোয়িরা অতিরিক্ত ৩০০০ রুপির ডিসকাউন্ট পাবেন।
টাটা টিয়াগো সেডান গাড়ির দাম
যাদের হ্যাচব্যাক পছন্দ না তারা কিনতে পারেন কম্প্যাক্ট সেডান টাটা টিয়াগো। এই গাড়ির সম্প্রতি ইলেকট্রিক ভার্সনও লঞ্চ হয়েছে। তবে এই ডিসকাউন্ট মিলবে পেট্রোল, ডিজেল এবং সিএনজি গাড়ির ক্ষেত্রে।
টিয়াগো সিএনজির ওপর সর্বাধিক ২৫ হাজার রুপির ডিসকাউন্ট পাবেন। এর সঙ্গে অতিরিক্ত ৫০০০ রুপির কর্পোরেট ডিসকাউন্টও যোগ রয়েছে।
বিজ্ঞাপন
টাটা হ্যারিয়ার ও সাফারি গাড়ির দাম
এই দুই জনপ্রিয় এসইউভির ওপরও নির্দিষ্ট অফার রেখেছে টাটা। টাটা হ্যারিয়ার ও সাফারি ৩৫ হাজার রুপি কম দামে কিনতে পারবেন। যার মধ্যে রয়েছে ১০ হাজার রুপির ক্যাশ বোনাস এবং ২৫ হাজার রুপির এক্সচেঞ্জ বোনাস। কর্পোরেট এমপ্লোয়িদের জন্য মিলবে বাড়তি ১০ হাজার রুপির ডিসকাউন্ট।
টাটা অ্যালট্রোজ গাড়ির দাম
সুন্দর চেহারার এই গাড়িটিও অনেক কম দামে নিজের করে নিতে পারবেন। মিলবে ১৫ হাজার রুপির ক্যাশ বোনাস (কনজিউমার স্কিম) এবং ১০ হাজার রুপির এক্সচেঞ্জ বোনাস।
আপাতত এই অফারের তালিকায় এই ৫ গাড়ি রয়েছে। বর্তমানে টাটা মোটরসের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি নিক্সন এই তালিকায় নেই। কম্প্যাক্ট এসইউভি পাঞ্চ এবং সম্প্রতি লঞ্চ হওয়া টাটা টিয়াগো ইভির ওপরও আপাতত কোনও অফার ঘোষণা করেনি প্রতিষ্ঠানট্ অন্যদিকে সম্প্রতি প্রথম ব্যাচের জন্য টাটা টিয়াগো ইলেকট্রিক গাড়ির ডেলিভারি শুরু করেছে টাটা মোটরস। এই ইলেকট্রিক গাড়ির দাম রয়েছে ৮.৪৯ লাখ রুপি থেকে ১১.৭৯ লাখ রুপি পর্যন্ত।
এজেড

