শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০: শক্তিশালী ইঞ্জিনের স্পোর্টস বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০: শক্তিশালী ইঞ্জিনের স্পোর্টস বাইক

অ্যাপাচি সিরিজে নতুন মোটরসাইকেল আনছে টিভিএস। মডেল টিভিএস অ্যাপাচি আরটিআর ৩১০। এটি শক্তিশালী ইঞ্জিনের প্রিমিয়াম স্পোর্টস বাইক। 

এর আগে টিভিএস অ্যাপাচি আরআর ৩১০ মডেল বাজারে এনেছিল। এবার আসছে এই লাইন আপের নতুন মডেল। 


বিজ্ঞাপন


tvsপুরনো অ্যাপাচি আরআর ৩১০ মডেলের চেয়ে ডিজাইন, কসমেটিক ও ইঞ্জিন স্পেসিফিকেশনে অনেকটাই পরিবর্তন আসছে। এতে থাকছে আগের চেয়ে শক্তিশালী ইঞ্জিন। এই বাইকের টপ স্পিড ও টর্ক অনেকেই বেশি হবে। থাকছে ৬ স্পিড গিয়ার বক্স। 

বিশেষ ফিচার হিসেবে থাকছে এলইডি হেডল্যাম্প, ভার্টিকাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লটুথ কানেক্টিভিটিসহ নতুন টিএফটি ডিসপ্লে। বাইকটি ডুয়াল চ্যানেল অ্যান্টিলক বেকিং সিস্টেম বা এবিএসে বাজারে পাওয়া যাবে। 

tvs

এই বাইকের টপ স্পিড হবে ঘণ্টায় ১৫৮ কিলোমিটার। দাম হতে পারে ৩ থেকে ৪ লাখ টাকার মধ্যে। সিসি লিমিট থাকার কারণে এই বাইক বাংলাদেশের বাজারে আসার সম্ভাবনাই নেই। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর