শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

হিরো প্লেজার প্লাস: লিটারে মাইলেজ ৬৯ কিলোমিটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ পিএম

শেয়ার করুন:

হিরো প্লেজার প্লাস: লিটারে মাইলেজ ৬৯ কিলোমিটার

হিরো মটো কর্পের সাশ্রয়ী দামের স্কুটার প্লেজার প্লাস। কমিউটার ঘরানার এই স্কুটারের মাইলেজও ভালো। হিরো দাবি করে এই বাহন এক লিটার জ্বালানি পুড়িয়ে ৬৯ কিলোমিটার পথ চলতে পারে। 

আরও পড়ুন: ৩ মডেলের মোটরসাইকেলের দাম কমিয়েছে হোন্ডা


বিজ্ঞাপন


হিরো প্লেজার প্লাস ওজনে হালক কিন্তু টেকসই। চাকরিজীবী নারী ও পুরুষদের আদর্শ বাইক হতে পারে এটি। 

heroহিরো প্লেজার প্লাসের ভারতের অটোমোবাইল টেস্টিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (এআরএআই) স্বীকৃত মাইলেজ ৬০ কিলোমিটার। যা বেস্ট মাইলেজ স্কুটার হিসেবে খ্যাতি পেয়েছে। 

আরও পড়ুন: পালসার এন১৬০ বাংলাদেশের বাজারে এলো

স্কুটারটির ডিজাইনও বেশ আকর্ষণীয়। চড়েও আরাম। যেকোনো বয়সী ও উচ্চতার মানুষের জন্য এটি বেশ উপযোগী। 


বিজ্ঞাপন


ভারতে এই স্কুটারের দাম ৭১ হাজার ৮১৮ রুপি। যা বেশ সাশ্রয়ীই বলা যায়। বাংলাদেশের বাজারে এখনো প্লেজার প্লেস পাওয়া যায় না। তবে এই মডেলের আগের ভার্সন হিরো প্লেজার বিক্রি হচ্ছে ১ লাখ ৪৩ হাজার ৭৪০ টাকায়।

হিরো প্লেজার প্লাসের ফিচার্স

হিরো প্লেজার প্লাস মডেলটিতে ১১০.৯ সিসির ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন ৭০০০ আরপিএমে ৮.১ পিএস পাওয়ার দেবে। ৫৫০০ আরপিএমে ৮.৭০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এই বাইক।

heroবাইকটির ফ্রন্ট এবং রিয়ার দুই জায়গাতেই রয়েছে ড্রাম ব্রেক। মিলবে ৪.৮ লিটারের ফুয়েল ক্যাপাসিটি। যা একবার ফুল হয়ে গেলে ৬৯  কিলোমিটার পর্যন্ত মাইলেজ পরিষেবা দেবে।

বিশেষ ফিচার হিসেবে এই স্কুটারে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। এছাড়াও আছে আইথ্রিএস প্রযুক্তি, ইউএসবি চার্জিং পোর্ট।

আরও পড়ুন: হিরো জুম: নতুন স্মার্ট স্কুটার এলো

এই স্কুটারে ট্রিপমিটার ও টেকোমিটার ডিজিটাল এবং স্পিডোমিটার অ্যানালগ আকারে মিলবে। হালকা স্কুটার ব্যবহার করতে যারা পছন্দ করেন বিশেষ করে নারীদের তাদের জন্য এই স্কুটার আদর্শ হতে পারে। কেননা, হিরো প্লেজার প্লাজের কার্ব ওয়েট ১০৬ কেজি, লোড নিতে পারে ১৩০ কেজি পর্যন্ত। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর