শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

হোন্ডা অ্যাক্টিভা স্কুটার এলো স্মার্ট হাইব্রিড ভার্সনে 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ এএম

শেয়ার করুন:

হোন্ডা অ্যাক্টিভা স্কুটার এলো স্মার্ট হাইব্রিড ভার্সনে 

হোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা এলো স্মার্ট হাইব্রিড ভার্সনে। ২৩ জানুয়ারি থেকে ভারতে এই স্কুটার বিক্রি শুরু হবে। 

অ্যাক্টিভার টপ ভেরিয়েন্ট স্মার্ট হাইব্রিড। এই নতুন স্কুটারের নাম হতে হোন্ডা অ্যাক্টিভা স্মার্ট। 


বিজ্ঞাপন


hondaহোন্ডা অ্যাক্টিভার নতুন ভ্যারিয়েন্টে রয়েছে ১০৯.৫১ সিসির ইঞ্জিন। স্ট্যান্ডার্ড মডেলেও রয়েছে একই ইঞ্জিন। এই মোটরের সাহায্যে ৭.৮ বিএইচপি পাওয়ার বা শক্তি উৎপন্ন হয়।

হোন্ডা অ্যাক্টিভা স্মার্টের ওজন আগের ভার্সনের মতোই। তবে অ্যাক্টিভার এসটিডি এবং ডিএলএক্সের তুলনায় নতুন স্কুটার ওজনে প্রায় ১ কিলোগ্রাম হালকা।

hondaস্কুটারটি ১৮৩৩ মিলিমিটার লম্বা, ৬৯৭ মিলিমিটার চওড়া এবং ১১৫৬ মিলিমিটার উঁচু। এছাড়াও রয়েছে ১২৬০ মিলিমিটারের হুইলবেস। 

নতুন হোন্ডা অ্যাক্টিভা স্মার্ট স্কুটারে রয়েছে এইচ-স্মার্ট অ্যান্টি থেফট সিস্টেম। এই ফিচার অনেকটা হোন্ডা সিকিউরিটি সিস্টেমের মতোই।


বিজ্ঞাপন


hondএই আধুনিক প্রযুক্তিগত ফিচার থাকার কারণে স্কুটারের দাম অনেকটাই বাড়বে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর