বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

অল্প খরচে মোটরসাইকেল চালানো শেখাচ্ছে সরকার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০১:০০ পিএম

শেয়ার করুন:

অল্প খরচে মোটরসাইকেল চালানো শেখাচ্ছে সরকার

যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয় হচ্ছে মোটরসাইকেল। এই বাহনে চড়ে অল্প সময়ে ও অল্প খরচে গন্তব্যে যাওয়া যায়। অনেকেই আছেন যারা এখনো মোটরসাইকেল চালাতে পারেন না। তাই কেনার চিন্তাও করছেন না। যারা গ্রামে-গঞ্জে থাকেন তারা সাধারণত পরিচিত কারো বাইক ধার করে মোটরসাইকেল চালানো শেখেন। কিন্তু রাজধানীতে এ সুযোগ কম। 

ঢাকায় পরিচিত মানুষ পাওয়া কঠিন, যাদের বাইক আছে। আবার ব্যস্ত শহরে শেখানোর মতো সময়ও বের করা সহজ নয়। এজন্য ঢাকায় বাইক চালানো শিখতে পেশাদার ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে পারেন আগ্রহীরা।


বিজ্ঞাপন


ঢাকায় সরকারিভাবে বাইক চালনা শেখায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাদের ট্রেনিং ইনস্টিটিউট তেজগাঁয়ে।

bikeএই ইনস্টিটিউটে দুই সপ্তাহ অর্থাৎ ১৪ দিনের বাইক চালনা শেখার কোর্স আছে। এতে খরচ পড়বে সাড়ে তিন হাজার টাকা। এখানে নিয়মিত কোর্স পরিচালনা করা হয় এবং ভর্তির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। এছাড়া এখান থেকে ড্রাইভিং লাইসেন্সও করতে পারবেন।

মোটরসাইকেল কোম্পানি রানার অটোমোবাইলস আগ্রহীদের বাইক চালনা শেখায়। তাদের ট্রেনিং সেন্টারও তেজগাঁয়। ঢাকা ছাড়াও দেশজুড়ে তাদের আরও ১১টি ট্রেনিং সেন্টার আছে। এছাড়া অনেক বেসরকারি ড্রাইভিং স্কুলেও বাইক চালনা শেখানো হয়। তবে এধরনের স্কুলে কোর্স নেওয়ার আগে দেখে নিতে হবে এটা বিআরটিএ অনুমোদিত কিনা।

এসএ/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর