হারলে ডেভিডসনের বিলাসবহুল ক্রুজার বাইক চালিয়ে দুধ বিক্রির ভিডিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক তরুণ কালো রঙের একটি হারলে ডেভিডসন বাইকের দুইপাশে দুধভর্তি ড্রাম নিয়ে ঘুরছে। ভিডিওটি দেখে দর্শকদের মন্তব্য, ‘এতো দেখি কোটিপতি গোয়ালা!’
পেশায় দুধবিক্রেতা, কিন্তু শখকেও ছাড়তে পারেননি। আর তাই কয়েক লক্ষ টাকার শখের বাইকে চেপেই দুধ বিক্রি করতে বের হয়ে ভাইরাল হলেন।
বিজ্ঞাপন
সাধারণত সাইকেলে বা সাধারণ মোটরবাইকে করে দুধ বিক্রি করতে দেখা যায়। গ্রামে-গঞ্জে সাইকেলেই বাড়ি বাড়ি দুধ বিক্রি করেন গোয়ালারা। কিন্তু কখনও হারলে ডেভিডসনে চেপে দুধ বিক্রি করতে দেখেছেন?
অমিত ভান্ডানা নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেছেন। এমন ‘বেমানান’ দৃশ্য শোরগোল ফেলে দিয়েছে সামাজিকযোগাযোগ মাধ্যমে।
ভিডিওটি দেখে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘ভাই, আপনি দুধ বিক্রেতাদের গর্ব।’
বিজ্ঞাপন
আরেকজন লিখেছেন, ‘এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। কোটিপতি দুধবিক্রেতা।’
এজেড

