শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাহিন্দ্রার জনপ্রিয় ৩ স্পোর্টস কার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

মাহিন্দ্রার জনপ্রিয় ৩ স্পোর্টস কার

ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা স্পোর্টস ইউটিলিটি ভেইকেল কিংবা অফরোডিং গাড়ির কদর বিশ্বজুড়ে। প্রতিষ্ঠানটির তিনটি মডেলের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এসব গাড়ি পারফরম্যান্সেও অতুলনীয়। যেকোনও রাস্তায় চলতে পারে এগুলো।

মাহিন্দ্রার এই তিন এসইউভি-র ওপর ভরসা করতে পারেন যেকোনও চালক। অনেকেই  শক্তিশালী বিলাসবহুল গাড়ি পছন্দ করেন। তাদের শখ পূরণ করতে পারে এই অফরোডিং গাড়িগুলো। যারা ৪×৪ ড্রাইভট্রেনসহ গাড়ি পছন্দ করেন। তারাও দেখতে পারেন এই এসইউভিগুলো।


বিজ্ঞাপন


mahindra thaমাহিন্দ্রা থার 

মহিন্দ্রা থার মডেলের গাড়িতে রয়েছে ৬ স্পিড এমটি ও  ৬ স্পিড এটি (টর্ক কনভার্টার) এর দুইটি ইঞ্জিন ভার্সন। পাওয়ারের জন্য 

প্রথমটিতে একটি ২.২-লিটার এম স্ট্যালিয়ন পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বোচ্চ ১৫০ বিএইচপি শক্তি ও ৩০৯ এনএম এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে পারে। 

দ্বিতীয় ইঞ্জিন হল ২.২ লিটার এমহক ডিজেল ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৩০ বিএইচপি শক্তি ও ৩০০ নিউটন মিটার পিক টর্ক উৎপন্ন করে। এই দুটি ইঞ্জিনই ৪X৪ ড্রাইভট্রেনের সাথে পাওয়া যায়। 


বিজ্ঞাপন


scopion nমাহিন্দ্রা স্কোরপিও-এন

মাহিন্দ্রা সম্প্রতি তাদের জনপ্রিয় মডেল এসইউভি স্কোরপিওর একটি নতুন সংস্করণ স্কোরপিও এন লঞ্চ করেছে। এই এসইউভির ৪×৪ হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টের প্রারম্ভিক মূল্য ভারতে ১৫ লাখ ৪৫ হাজার রুপি। এই ভ্যারিয়েন্টে একটি পেট্রল ইঞ্জিন দেওয়া হয়েছে।

মাহিন্দ্রা এসইউভি ৭০০

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা একমাত্র ভারতীয় কোম্পানি যারা ৪X৪ ড্রাইভ ট্রেনসহ একটি গাড়ি নিয়ে এসেছে। মডেল মাহিন্দ্রা এসইউভি ৭০০। নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে এই মডেল ভারতের সবচেয়ে নিরাপদ এসইউভি। যা গ্লোবাল এনসিএপি-এ ৫ স্টার রেটিং পেয়েছে। 

mahindra scopio nগাড়িটির অল হুইল ড্রাইভ ভ্যারিয়েন্টে একটি ২.২ লিটার এমহক ডিজেল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন সর্বোচ্চ ১৮২ বিএইচপি শক্তি ও ৪২০ নিউটন মিটার পিক টর্ক জেনারেট করে। 

গাড়িটির ভারতে বিক্রি হচ্ছে ২২.৯৮ লাখ রুপিতে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর