শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সুজুকি আনল নতুন স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ১১:০৭ এএম

শেয়ার করুন:

সুজুকি আনল নতুন স্কুটার

সুজুকির অন্যতম স্টাইলিশ স্কুটার বার্গম্যান স্ট্রিট। এর যেমন রূপ, তেমনি ফিচারও। কিন্তু এতেও আত্মসন্তুষ্টি আনতে অপারগ সুজুকি। তাই তারা স্কুটারটির নতুন সংস্করণ আনল। মডেল সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ইএক্স।

সম্প্রতি ব্রিটেনের বাজারে সুজুকির নতুন স্কুটার অবমুক্ত হয়েছে। 


বিজ্ঞাপন


বার্গম্যান স্ট্রিট লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল হিসাবে আত্মপ্রকাশ করেছে এটি। যে কারণে আরও বেশি আকর্ষণীয় ফিচার্সে সমৃদ্ধ হয়েছে।

suzukiনতুন মডেলের পেছনে ১২ ইঞ্চির অ্যালয় হুইল দেওয়া হয়েছে। আগের মডেলে ছিল ১০ ইঞ্চির চাকা। ফলে সামনে ১২ ইঞ্চির অ্যালয় হুইলের সঙ্গে এটি আরও বেশি স্থিতিশীলতা দেবে বলে আশা করা যায়।

বিশেষ ফিচার হিসেবে থাকছে, অটো স্টার্ট/স্টপ সিস্টেম, সাইলেন্ট স্টার্টার সিস্টেম। বেশি ফুয়েল এফিশিয়েন্ট হওয়ার কারণে তেল খরচও কমে আসবে। 

বার্গম্যান স্ট্রিট ১২৫ ইএক্স মডেলটি লিটারে মাইলেজ দেবে ৫৬ কিলোমিটার। 


বিজ্ঞাপন


suzukiসুজুকি বার্গম্যানের রাইড কানেক্ট ভ্যারিয়েন্টের সমস্ত ফিচার যেমন ডিজিটাল কন্ট্রোল, স্মার্ট ফোন কানেক্টিভিটি এবং টার্ন বাই টার্ন নেভিগেশনসহ হাজির হয়েছে নতুন মডেল। এর ফলে স্ট্যান্ডার্ড ভার্সনের চাইতে দামী মডেল হিসেবে আত্মপ্রকাশ করল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর