শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

ইয়ামাহা এমটি১৫ এলো নতুন ভার্সনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০১:৫৩ পিএম

শেয়ার করুন:

ইয়ামাহা এমটি১৫ এলো নতুন ভার্সনে

দেশের বাজারে এলো ইয়ামাহা এমটি১৫ এর দ্বিতীয় ভার্সন। যা ভার্সন টু নামে ব্র্যান্ডিং করা হচ্ছে। ম্যাক্সিমাম টর্ক বা এমটি নামে ইতিমধ্যে এই বাইক জনপ্রিয়তা পেয়েছে। 

শুক্রবার ইয়ামাহার দেশীয় পরিবেশক এসিআই মটরস নতুন ভার্সনের এমটি১৫ উন্মোচন করে।


বিজ্ঞাপন


ইয়ামাহার প্রিমিয়াম নেকেড স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল এমটি১৫ ভার্সন ২। অত্যাধুনিক প্রযুক্তির ১৫৫ সিসির এ মোটরসাইকেলটিতে রয়েছে ভিভিএ প্রযুক্তির ইঞ্জিন, ইউএসডি সাসপেনশন, এলইডি টেইল লাইট, ব্লুটুথ কানেক্টিভিটিসহ অসাধারণ সব ফিচার। চারটি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে এই মোটরসাইকেল।

yamaha

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৯৯টিরও বেশি থ্রি-এস (সেলস, সার্ভিস এবং স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে।

এরই মধ্যে এসিআই মটরস বাংলাদেশের বাজারে ২ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে ও ১৫০ সিসি সেগমেন্টে ইয়ামাহা শীর্ষস্থানে রয়েছে।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর