শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

৯৫ বছরের বৃদ্ধার গাড়ির চালানোর ভিডিও ভাইরাল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০১:৫১ পিএম

শেয়ার করুন:

৯৫ বছরের বৃদ্ধার গাড়ির চালানোর ভিডিও ভাইরাল

পরনে হলুদ শাড়ি। মাথায় ঘোমটা। হাতে স্টিয়ারিং। সাঁ সাঁ করে ছুটছে গাড়ি। এমন দৃশ্য সম্প্রতি টুইটারে ভাইরাল হয়েছে।

গাড়িটি চালাচ্ছেন রেশমবাঈ তনওয়ার। যার বয়স ৯৫ বছর। যিনি ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস জেলার বাসিন্দা। হাইওয়েতে তার গাড়ি চালানোর দৃশ্য দেখে নেটিজেনরা বাহবা দিচ্ছেন। 


বিজ্ঞাপন


viral car driver

বয়স কেবল একটা সংখ্যা। ইচ্ছা, জেদ আর সাহস থাকলে বয়স বাধা হয়ে দাঁড়াতে পারে না। তারই প্রমাণ দিলেন প্রবীণ রেশমবাঈ।

রেশমবাঈ তার ছেলে সুরেশ সিংয়ের কাছে গাড়ি শেখার আগ্রহ প্রকাশ করেন। মায়ের ইচ্ছা রাখতেই তাকে গাড়ি চালানো শেখান তিনি। এরপরই তিনমাসের মধ্যে পুরোপুরি শিখে নেন রেশমবাঈ। আর তারপরেই কেল্লাফতে। 


বিজ্ঞাপন


যদিও এই বয়সে তার গাড়ি চালানো নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। কিন্তু সকলকে ভুল প্রমাণ করে গাড়ি চালিয়ে ভাইরাল হলেন ৯৫ বছরের এই বৃদ্ধা।

viral car driverভারতের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ভিডিওটি রিপোস্ট করেছেন। আর তাতেই দুনিময় ছড়িয়ে পড়ে ভিডিওটি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর