শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

গাড়ি শিল্পের অন্যতম প্রাণপুরুষ বিক্রম কিরলসকরের জীবনাবসান

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২২, ০৯:২৭ এএম

শেয়ার করুন:

গাড়ি শিল্পের অন্যতম প্রাণপুরুষ বিক্রম কিরলসকরের জীবনাবসান

প্রয়াত হয়েছেন ভারতের গাড়ি শিল্পের অন্যতম প্রাণপুরুষ বিক্রম কিরলসকর। যিনি ভারতের টয়োটার প্রধান ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
 
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিক্রম কিরলসকরের।

এক বিবৃতিতে টয়োটা ইন্ডিয়া জানিয়েছে, `২৯ নভেম্বর টয়োটা কিরলসকর মোটরের ভাইস চেয়ারম্যান বিক্রম এস কিরলসকরের অকাল মৃত্যুতে আমরা দুঃখিত। শোকের এই সময়ে, আমরা সকলের কাছে তার আত্মার শান্তি কামনা করার জন্য অনুরোধ করছি। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।'


বিজ্ঞাপন


কিরলসকর গ্রুপের প্রধান হিসাবে চতুর্থ প্রজন্ম ছিলেন বিক্রম কিরলসকর। কিরলসকর সিস্টেমস লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন বিক্রম। একই সঙ্গে টয়োটা কিরলসকর মোটরস প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান পদেও ছিলেন তিনি।

car

তবে টয়োটা গ্রুপের সঙ্গে হাত মেলানোর পিছনে প্রধান কারিগর ছিলেন বিক্রম। ভারতকে একটি বড় বড় অটোমোবাইল উৎপাদনকারী দেশ হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও বিক্রমের অবদান অনস্বীকার্য।

তিনি ২০১৯-২০ সালে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন।


বিজ্ঞাপন


বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় (এমআইটি) থেকে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন বিক্রম। ভারতের অটো সেক্টরের অন্যতম প্রভাবশালী কণ্ঠ ছিলেন তিনি। 

২৫ নভেম্বর মুম্বাইয়ে নতুন জেনারেশনের টয়োটা ইনোভা হাইক্রসের লঞ্চ ইভেন্ট মঞ্চে তাকে শেষ বার দেখা গিয়েছিল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর