মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

৬৮ হাজার গাড়ি বাজার থেকে ফেরাল টেসলা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ১১:২৬ এএম

শেয়ার করুন:

৬৮ হাজার গাড়ি বাজার থেকে ফেরাল টেসলা

আমেরিকান বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা সফটওয়্যার ত্রুটির কারণে চীনের বাজার থেকে ৬৭ হাজার ৬৯৮ গাড়ি ফিরিয়ে নিয়েছে। 

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেশনের বরাত দিয়ে সিনহুয়া জানিয়েছে, প্রত্যাহারে টেসলার মডেল এস এবং মডেল এক্স গাড়িগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এগুলো ২৫ সেপ্টেম্বর ২০১৩ থেকে ২১ নভেম্বর ২০২০ এর মধ্যে উৎপাদন করা হয়েছিল।

চীনের শীর্ষ বাজার পর্যবেক্ষণকারী সংস্থা বলেছে, যানবাহনের ব্যাটারি ব্যবস্থাপনা ভুলভাবে তাদের স্ক্রিনে 'রক্ষণাবেক্ষণের প্রয়োজন' এবং 'নিরাপদ পার্কিং' এর মতো সতর্কতা দেখায়। এটি যেকোনো সময়ে পাওয়ার বন্ধ করে দিতে পারে এবং কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত সংঘর্ষের কারণ হতে পারে।

car

বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানিটি প্রত্যাহার করা যানবাহনগুলোতে বিনামূল্যে সফটওয়্যার আপডেট সরবরাহ করবে।


বিজ্ঞাপন


সেমিকন্ডাক্টর সমস্যার কারণে টেসলা গত এপ্রিলে চীনে মডেল ৩ এর প্রায় ১ লাখ ২৮ হাজার যানবাহন প্রত্যাহার করেছিল। এই সমম্যা সম্ভাব্য সংঘর্ষের কারণ হতে পারে।

সেপ্টেম্বরে টেসলা দেশটিতে ৮৩ হাজার ১৩৫টি গাড়ি বিক্রি করেছে। চীনের যাত্রী গাড়ি সমিতির মতে, সাংহাইতে কোম্পানির কারখানার মাসিক মাসিক রেকর্ড ভেঙেছে এটি।

একে/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর