শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়ম জানুন

দেশে দিনদিন মোটরসাইকেলের চাহিদা বাড়ছে। দ্রুত চলাফেরা করতে যারা নতুন বাইক কিনছেন না, তারা সেকেন্ড হ্যান্ড বা পুরোনো বাইকের দিকে ঝুঁকছেন। তবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার অবশ্যই মালিকানা পরিবর্তন করতে হবে।

মালিকানা পরিবর্তন প্রয়োজন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি বৈধভাবে কাগজে কলমে মালিকানা পরিবর্তন করছেন, ততক্ষণ পর্যন্ত টাকা দিয়ে মোটরসাইকেল কিনেও তার প্রকৃত মালিক আপনি কিনা, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই পুলিশি হয়রানি মামলা মোকদ্দমা এড়াতে চাইলে কাগজপত্র রেডি করতে হবে।


বিজ্ঞাপন


আর দুর্ভাগ্যজনক ভাবে যদি মোটরসাইকেলটি চুরি হয়ে যায়, বৈধ কাগজ পত্র ছাড়া আপনি থানায় গিয়ে  জিডিও  করতে পারবেন না। তাই যার কাছে থেকে, যেভাবেই হোক, কেনার সময়ই মোটরসাইকেল রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া সম্পন্ন করুন।

bike ownerদেশে ১০০ সিসি পর্যন্ত বাইকের মালিকানা পরিবর্তনে খরচ ৪২০০ টাকা, ১০০ সিসির বেশি হলে খরচ পড়বে ৫৬০০ টাকা।

নিচে ক্রেতা ও বিক্রেতার করণীয় জানিয়ে দেয়া হলো। কাগজ তৈরি হলে বিআরটিএতে গিয়ে নির্দিষ্ট ব্যাংকে ফি দেবেন এবং নির্ধারিত রুমে সব জমা দেবেন।

এরপর ক্রেতা ও বিক্রেতার উপস্থিতিতে বাইকের ইন্সপেকশন হবে। তারপরই নতুন নামে রেজিস্ট্রেশন নম্বর ইস্যু হবে। তবে কাগজ জমা দেওয়ার পর ইন্সপেকশন ও নতুন নামে নম্বর আসা পর্যন্ত কিছুদিন সময় লাগবে।


বিজ্ঞাপন


ক্রেতাকে যা করতে হবে

১। পূরণকৃত ও স্বাক্ষরিত ‘টিও’ ও ‘টিটিও’ ফরম (এ দুইটি ফরম বিআরটিএ ওয়েবসাইটের ডাউনলোড ফরম অপশন থেকে পাওয়া যাবে)

২। প্রয়োজনীয় ফি জমা দানের রশিদ

৩। ক্রেতার টিন সার্টিফিকেটের সত্যায়িত কপি

৪। মূল রেজিস্ট্রেশন সনদ (উভয় কপি)/ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)

৫। ছবিসহ নন-জুডিসিয়াল স্ট্যাম্পে ক্রেতার হলফনামা

৬। সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফরমে ত্রেতার নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে নাম, পিতার/স্বামীর নাম, পূর্ণ ঠিকানা ও ৩ কপি স্ট্যাম্প আকারের রঙ্গিন ফটোসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান।

bike owner

বিক্রেতাকে যা করতে হবে

 ১। ফরম ‘টিটিও’ এবং বিক্রয় রশিদে  (বিআরটিএ ওয়েবসাইটের ডাউনলোড ফরম অপশন থেকে পাওয়া যাবে) স্বাক্ষর

২। বিক্রেতার ছবিসহ বিক্রয় হলফনামা

৩। বিক্রেতা কোম্পানি হলে কোম্পানীর লেটার হেড প্যাডে ইন্টিমেশন, বোর্ড রেজিুলেশন ও অথরাইজেশন পত্র প্রদান

৪। মোটরযানটি ব্যাংক অথবা অন্য কোন প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকলে দায়বদ্ধকারী প্রতিষ্ঠানের ঋণ পরিশোধ সংক্রান্ত ছাড়পত্র সংগ্রহ করে তা দাখিল করা।

এসএ/এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর