শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

রয়েল এনফিল্ড: আসছে ৬৫০ সিসির সবচেয়ে দামি মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

রয়েল এনফিল্ড: আসছে ৬৫০ সিসির সবচেয়ে দামি মোটরসাইকেল

সবচেয়ে দামি মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড। নতুন মোটরসাইকেলের মডেল সুপার মেটিওর ৬৫০। আগামী বছরের শুরুতে বাজারে পাওয়া যাবে এই বাইক। 

এখন পর্যন্ত রয়েল এনফিল্ডের দামি মডেল কন্টিনেন্টাল জিটি ৬৫০ এবং ইন্টারসেপ্টর। সুপার মেটিওর ৬৫০ বাজারে এলে এটাই হবে প্রতিষ্ঠানটির সবচেয়ে দামি মডেল। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাইক বিডি: মোটরসাইকেলের সব খবর জানুন

এদিকে নতুন মডেল বিক্রি করতে শিগগিরই প্রি-বুকিং শুরু হচ্ছে। 

bike

বাইকটির বিশেষ বিশেষ ফিচারের মধ্যে রয়েছে-এলইডি হেডল্যাম্প ও ইন্ডিকেটর, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, চওড়া টানা-ব্যাক হ্যান্ডেলবার, রিডিজাইন করা ইঞ্জিন কভার, লো স্ক্যালপড সিট ও সম্পূর্ণ ফুট-ফরোয়ার্ড ফুট পেগ।


বিজ্ঞাপন


সুপার মিটিওর 650 মডেলে থাকছে ৬৪৮ সিসির টুইন, ৪-স্ট্রোক, এসওএইচসি, এয়ার-অয়েল কুলড ইএফআই। এই একই ইঞ্জিন দেওয়া হয়েছে কন্টিনেন্টাল জিটি ৬৫০ এবং ইন্টারসেপ্টর মডেলেও।

আরও পড়ুন: বাজাজ পালসার ১২৫ এলো কার্বন ফাইবার এডিশনে

এই ইঞ্জিন থেকে ৪৭ পিএস শক্তি এবং ৫২.৩ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটিতে ৬ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। 

motorসুপার মেটিওরের নতুন মডেলে একটি স্টিলের শক্তিশালী ফ্রেমে বসানো হয়েছে ইঞ্জিন। একই ফ্রেম চেসিসেও রয়েছে।

বাইকটির সামনের চাকায় রয়েছে আপ সাইড ডাউন সাসপেনশন। যা ইউএসডি সাসপেনশন নামে পরিচিত। পেচনে প্রি-লোড অ্যাডজাস্টেবল টুইন শক অ্যাবসর্ভার দিয়েছে রয়েল এনফিল্ড।

এছাড়াও ব্রেকিং ও নিরাপত্তার জন্য ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ড হিমালয়ান: বিশ্বসেরা অ্যাডভেঞ্চার বাইক

বাইকটির দাম কত হবে সে সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি। তবে এটাই হবে কোম্পানির বেশি দামের ফ্ল্যাগশিপ বাইক। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর