মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শীতকালে সিএনজিচালিত গাড়ির যত্ন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২, ০৯:৩১ এএম

শেয়ার করুন:

শীতকালে সিএনজিচালিত গাড়ির যত্ন

যারা সিএনজিচালিত গাড়ি ব্যবহার করেন তাদের শীতকালে গাড়ির বাড়তি যত্ন প্রয়োজন। এজন্য কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। না হলে সাধের গাড়ি ঘন ঘন বিগড়াবে। 

carসিএনসি সিলিন্ডার ভর্তি রাখুন


বিজ্ঞাপন


শীতকালে তাপমাত্রা খুব কমে যাওয়ার ফলে, আশেপাশের আদ্রতা খুব বেড়ে যায়। এর ফলে, যদি আপনার গাড়িতে যদি সিএনজি থাকে, সেক্ষেত্রে ঠান্ডা হাওয়ায় সিলিন্ডার  বাকি জায়গাটি ভরে যাবে। এরপর যখনই আপনি গাড়িটি স্টার্ট করবেন, তখনই আশেপাশের ঠান্ডা বাতাস গরম হয়ে ভিতরে থাকা পানি গাড়ির ফুয়েল ট্যাংকে জমে যাবে। ফলে, আপনার গাড়ির ফুয়েল পাম্পটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই, শীতকালে আপনার গাড়ির সিএনজি সিলিন্ডার অবশ্যই ভরে রাখবেন।

car

এছাড়াও, নিরাপত্তার দিক থেকে দেখতে গেলেও বিষয়টি খুবই জরুরি। ঠান্ডার মধ্যে যদি আপনি ট্র্যাফিকের মাঝে আটকা পড়ে যান, সেক্ষেত্রে ট্যাংকে গ্যাস ভর্তি থাকলে অনেকক্ষণ গাড়ির ভিতরে গরম থাকতে পারবেন আপনি। ফলে, নিরাপদে নিজের গন্তব্যে পৌঁছেও যেতে পারবেন আপনি।

 


বিজ্ঞাপন


ক্রমবর্ধমান পেট্রোল carও ডিজেলের দামের কারণে বহু গ্রাহকই এখন সিএনজি পরিচালিত গাড়ির দিকে ঝুঁকছেন। এর ফলে শুধুমাত্র প্রতিদিনের খরচ অনেকটাই কমছে, তাই শুধু নয়, শীতকালে বাড়তে থাকা দূষণ নিয়ন্ত্রণে রাখতে কার্জকারি ভুমিকাও পালন করতে পারবেন আপনি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর