বুধবার, ৮ মে, ২০২৪, ঢাকা

এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে হোন্ডা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে হোন্ডা

এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে হোন্ডা। মডেল হোন্ডা ইএম১। এই ইলেকট্রিক স্কুটারে একটি সিঙ্গেল চার্জে ৪০ কিলোমিটার পথ চলতে পারবে। মূলত শহরে বসবাসকারী কমবয়সী গ্রাহকদের জন্যই এই বাইকটি ডিজাইন করা হয়েছে।

hondaআপতত ইউরোপের বাজারে এই স্কুটারটি লঞ্চ করা হবে। আগামী বছরের মাঝামাঝি সময়ে এশিয়ার বাজারেও এই বিক্রি করবে হোন্ডা। 


বিজ্ঞাপন


নতুন এই ইলেকট্রিক স্কুটারের নাম ইএম। ইএম শব্দটির অর্থ ইলেকট্রিক মপেড। নতুন এই স্কুটারে আধুনিক মানের ডিজাইন দেওয়া হলেও জাঁকজমক করা হয়নি।

bikeস্কুটারের টার্ন ইন্ডিকেটরগুলো হ্যান্ডেলের উপরেই দেওয়া হয়েছে। অন্যদিকে, স্কুটারের সামনের বডিতে রয়েছে হেডল্যাম্পটি।

এই স্কুটারে খুব বেশি রাইডিং রেঞ্জ পাবেন না আপনি। একটি সিঙ্গেল চার্জে মাত্র ৪০ কিলোলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এই স্কুটারটি। তবে সব থেকে বড় বিষয় হল যে এই স্কুটারের ব্যাটারিটি প্রয়োজন মতো বদল করতে পারবেন আপনি। স্কুটার থেকে সরিয়ে বাড়ির ভিতরে অনায়াসের এই ব্যাটারিটি চার্জে বসাতে পারবেন আপনি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর