বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

৫০০ সিসির মোটরসাইকেল আনছে হোন্ডা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

৫০০ সিসির মোটরসাইকেল আনছে হোন্ডা

৫০০ সিসির নতুন মোটরসাইকেল আনছে হোন্ডা। মডেল সিএল৫০০ স্ক্র্যাম্বলার। এই বাইকে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার।

নতুন হোন্ডা প্রিমিয়াম সেগমেন্টের বাইক হলেও এই মডেল খুবই সাধারণ ডিজাইনে সাজানো হয়েছে। এতে একটি কমপ্যাক্ট ফুয়েল ট্যাংক ও ছোট গোলাকার হেডল্যাম্প ও একটি ওপেন ফ্রেম দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


hondaবাইকটিতে রয়েছে ফুল এলইডি লাইটিং সেট-আপ ও সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ও ডুয়াল চ্যানেল এবিএস। বাইকের সাইলেন্সার পাইপটি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে।

এই বাইকে রয়েছে ৪১৭ সিসির প্যারারেল টুইন ইঞ্জিন সেট-আপ।  এই ইঞ্জিন থেকে ৪৬.৫ বিএইচপি পাওয়ার এবং ৪৩.৪ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে।

হোন্ডার নতুন মডেলের বাইকটিতে রয়েছে ৪১ মিলিমিটারে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন। এছাড়াও রয়েছে অ্যাডজাস্টেবেল ডুয়াল স্প্রিংসহ সামন ও পেছনে ১৯ ইঞ্চির অ্যালয় হুইল। দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক। 

hondaশুধু পেট্রোল ইঞ্জিনের বাইকই নয়, খুব শিগগিরই  বাজারে নিজেদের নতুন ফ্লেক্সি-ফুয়েল বাইক নিয়ে হাজির হতে চলেছে হোন্ডা। পেট্রোল ও ইথানল-এই দুই ধরনের জ্বালানিতেই চলতে পারবে এই বাইক। এছাড়াও শিগগিরই বাজারে ইলেকটিক স্কুটার আনার ঘোষণা দিয়েছে হোন্ডা।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর