শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

হিরো তৈরি করছে চালকবিহীন গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

হিরো তৈরি করছে চালকবিহীন গাড়ি

জনপ্রিয় টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মটো কর্প এবার চালকবিহীন গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স এবং অটোমাস ভেহিকেল তৈরির পরিকল্পনা রয়েছে তাদের। তবে এই পরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ভারতের এই অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান। 

carইতিমধ্যে হিরো পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক ও স্কুটার তৈরি করে সাড়া ফেলেছে। 


বিজ্ঞাপন


হিরো মটো কর্প জানিয়েছে বৈদ্যুতিক মোটরসাইকেলের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহারের জন্য অর্থাৎ বিটুবি সেগমেন্টের জন্য যান আনার কথা ভাবছে তারা। এমনকি অটোনোমাস ভেহিকেল বা চালকহীন গাড়ির কথাও উল্লেখ করা হয়েছে।

carসংস্থাটি জানিয়েছে, হাই-পারফরম্যান্স ইলেকট্রিক মোটরসাইকেল, বিজনেস টু বিজনেস ভেহিকেল, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স এবং অটোমাস ভেহিকেল তাদের পরিকল্পনার অংশ। যদিও লঞ্চ কবে হবে, সে বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি।

এছাড়াও দুই চাকার বৈদ্যুতিক বাহনের ব্যবসায় নিজেদের পরিসীমা আরও সম্প্রসারণের চিন্তাভাবনাও করছে হিরো।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর