শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রয়েল এনফিল্ড আনছে ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২২, ০৭:১০ পিএম

শেয়ার করুন:

রয়েল এনফিল্ড আনছে ইলেকট্রিক বাইক

ইলেকট্রিক বাইকের দুনিয়ায় নাম লেখাতে চলেছে রয়েল এনফিল্ড। শিগগিরই বাজারে আসবে এই বাইক। 

২০২৫ সালের মধ্যেই বাজারে নিজেদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করার পরিকল্পনা রয়েছে রয়েল এনফিল্ড।


বিজ্ঞাপন


ইতিমধ্যে নতুন ইলেকট্রিক বাইক তৈরি করার ও ইলেকট্রিক ক্ষেত্রে নিজেদের পসার বৃদ্ধি করার জন্য নতুন কর্মী নিয়োগ শুরু করেছে এই প্রতিষ্ঠান।

bikeশুধুমাত্র রয়েল এনফিল্ডই নয় দুনিয়ার বিখ্যাত সব মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ইলেকট্রিক বাইকে মনোনিবেশ করেছে। পরিবেশবান্ধব ও কম খরচের কারণে ই-বাইকের চাহিদা দিনকে দিন বাড়ছেই। 

এদিকে ট্রাম্প ও হারলে ডেভিডসনের মতো কোম্পানিগুলোও শিগগিরই ইলেকট্রিক বাইজ বাজারে আনার পরিকল্পনা নিয়েছে। 

রয়েল এনফিল্ডের সিইও গোবিন্দরাজন বলেছেন, বিগত ৬ থেকে ৮ মাস ধরে মাস ধরে ইলেকট্রিক গাড়ি তৈরির বিষয়ে বেশ কিছু বিনিয়োগ করেছি আমরা। এছাড়াও ভারত ও যুক্তরাজ্যে অবস্থিত আমাদের টেকনোলোজি সেন্টারে বেশ কিছু নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। মোট কথা, ইলেকট্রিক বাইক তৈরি করার বিষয়টির উপর খুবই গুরুত্ব দিয়েছি আমরা।


বিজ্ঞাপন


royel enfieldএর আগে রয়েল এনফিল্ডের প্রধান সংস্থা আইশার মোটরসের ম্যানেজিং ডিরেক্টর সিদ্ধার্থ লাল বলেছিলেন, রয়েল এনফিল্ডের নতুন ইলেকট্রিক বাইকটিতে চড়েই যে শুধুমাত্র মজা পাবেন গ্রাহকরা তা কিন্তু নয়, এই বাইকটি একেবারেই মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর