শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইলেকট্রিক গাড়ি আনছে টয়োটা

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২৮ এএম

শেয়ার করুন:

ইলেকট্রিক গাড়ি আনছে টয়োটা

আন্তর্জাতিক বাজার এসেছে জাপানের টয়োটার ইনোভো ইভির কনসেপ্ট মডেল। বর্তমানে বাজারে থাকা টয়োটা ইনোভা গাড়িটির তুলনায় বেশ কিছু নতুন ফিচার থাকছে এই গাড়িতে।

সম্প্রতি জাকার্তাতে অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ান ইন্টারন্যাশনাল মোটর শো।  এই শোতেই নিজেদের নতুন টয়োটা ইনোভোর কনসেপ্ট মডেলটি লঞ্চ করেছে।


বিজ্ঞাপন


CAR

এই গাড়িটির বিষয়ে এখনই কিছু খোলসা করে না জানালেও, খুবই শিগগিরই যে বাজারে এই গাড়িটি দেখতে পাওয়া যাবে তা বলাই বাহুল্য।

এই নতুন গাড়িটি টয়োটার ইলেকট্রিক গাড়ি তৈরির ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হবে বলেই মনে করা হচ্ছে ।

বর্তমানে বাজারে থাকা টয়োটা ইনোভা স্ক্রিস্টার ওপর ভিত্তি করেই নতুন ইনোভা ইভি গাড়িটি লঞ্চ করা হবে বলেই মনে করা হচ্ছে। 


বিজ্ঞাপন


ইলেকট্রিক মোটর ও ব্যাটারি চালিত ইঞ্জিন ছাড়া বাকি সব ফিচারই এক থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে, নতুন গাড়িটির ডিজাইনে থাকছে বেশ কিছু পরিবর্তন। এর মধ্যে অন্যতম 'কমপ্লিট ক্লোজড অফ ফ্রন্ট গ্রিল। এছাড়াও থাকছে বডি কালার্ড প্ল্যাস্টিক প্যানেল। 

থাকছে নতুন অ্যালয় হুইল ও রিমাস্টার্ড ফ্রন্ট বাম্পার। এছাড়াও, নতুন এই কনসেপ্ট এমপিভির পেছনের দরজায় থাকছে একটি 'ইলেটিক্র' ব্যাজ। ফলে ইনোভার পেট্রোল ও ডিজেলের গাড়ি থেকে খুব সহজেই আলাদা করা সম্ভব এই গাড়িটিকে।

car

নতুন টয়োটা ইনোভা ইভির যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে যে আগামী দিনে এই গাড়িটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে বেশ কিছু পরিবর্তন করা হবে। তবে, বাকি ইলেকট্রিক গাড়ির মতো সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার থাকছে না এই গাড়িতে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের পাশাপাশি এই গাড়িতে রয়েছে একটি ট্যাকোমিটার।

খুব শিগিগিরই, এই গাড়িটির আরও বেশ কিছু তথ্য প্রকাশ করতে চলেছে টয়োটা। আগামী কয়েক বছরের মধ্যেই এই গাড়ি বাজারে আসবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর