শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এক চাকার ইলেকট্রিক বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০৪:০৮ পিএম

শেয়ার করুন:

এক চাকার ইলেকট্রিক বাইক

মোটরসাইকেল বা বাইক বলতে মানুষ দুই চাকার বাহনকে চেনেন। এক চাকার বাইকের কথা শুনলে হয়তো ভ্রু কুচকাবেন! কিন্তু বাজারে মিলছে এক চাকার বাইক। যা ব্যাটারিতে চলে। এক চাকার ইলেকট্রিক বাইক বা স্কুটার হিসেবে এর পরিচিতি রয়েছে।

দুই চাকার মোটরসাইকেলের চেয়ে এক চাকার বাহনে ব্যালেন্স রাখা কঠিন। এমনিতেই দুই চাকার বাইকও অনেকেই চালাতে পারেন না। ব্যালেন্স রাখতে পারেন না তারা। তাই এক চাকার বাইক চালানো কঠিন বটে। কেননা, এই বাইক এক চাকার ওপর ভর করে দাঁড়িয়ে থাকে, আবার সামনের দিকে এগিয়েও যায়।  


বিজ্ঞাপন


bikeএমনই একটি ই-বাইক বাজারে এনেছে আলী বাবা গ্রুপ। গত বছর থেকে বাইকটি আন্তর্জাতিক বাজারে পাওয়া যাচ্ছে। যদিও এই বাইকের দেখা মেলেনি। 

এই বাইক একটি মাত্র পিলিয়ন সিট রয়েছে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ডুকাটি মনস্টার থেকে অনুপ্রাণিত।

বাইকটি সিঙ্গেল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত চলবে। ফুল চার্জ হতে সময় নেবে ৩ থেকে ১২ ঘণ্টা। টপ স্পিড ৪৮ কিমি প্রতি ঘণ্টা। বাইকের ওজন মাত্র ৪০ কেজি।

bikeবাজারে এখন ইলকট্রিক বাইকের চাহিদা বাড়ছে। এই এক চাকার ই-মোটরসাইকেল এরই মধ্যে সবার নজর কেড়েছে। চালক সামনে যত ঝুঁকবেন ততই গতি বাড়বে এই ই-বাইকের। 


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর