বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

টাটার ইলেকট্রিক গাড়ি কিনতে হিড়িক লেগেছে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০৯:৫২ এএম

শেয়ার করুন:

টাটার ইলেকট্রিক গাড়ি কিনতে হিড়িক লেগেছে

গাড়ির জগতে জনপ্রিয় নাম টাটা। ভারতের সড়ক কাঁপিয়ে প্রতিবেশি দেশের সড়কে ধুমছে চলছে এই গাড়ি। জ্বালানিচালিত গাড়ি বিক্রির সফলতার পর এবার কোম্পানিটি ইলেকট্রিক গাড়ি তৈরি করছে। যা লুফে নিচ্ছেন ক্রেতারা। টাটার ইলেকট্রিক কার কিনতে রীতিমতো হিড়িক লেগেছে।   

জুলাই মাসে ভারতে টাটা রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে। বিগত কয়েক মাস ধরেই বিক্রিতে দারুণ সাফল্য পেয়েছিল ভারতীয় সংস্থাটি। জুলাই মাসে মোট ৪৭ হাজার ৫০৫ ইউনিট যাত্রীবাহী গাড়ি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। গাড়ি বিক্রি এক লাফে ৫৭ শতাংশ বেড়েছে। জুলাইয়ে ইলেকট্রিক গাড়ি বিক্রির নতুন রেকর্ড। 


বিজ্ঞাপন


tataইলেকট্রিক গাড়ির দুনিয়ায় সবথেকে বেশি সাফল্য পেয়েছে ভারতীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থাটি। জুলাইয়ে মোট ৪০২২ ইউনিট নিক্সন ইভি ও টিগোর ইভি মডেল বিক্রি হয়েছে।

ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়েছে ৫৬৬ শতাংশ। ২০২১ সালের জুলাই মাসে কোম্পানির মোট ৬০৪ ইউনিট ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছিল। চলতি বছর জুলাইয়ে কোম্পানির মোট গাড়ি বিক্রির ৮ শতাংশের বেশি বিদ্যুৎ চালিত।

tataইলেকট্রিক গাড়ি বিক্রিতে এটা কোম্পানির ইতিহাসে নয়া রেকর্ড। চলতি বছর জুনে মোট ৩৫০৭টি ইলেকট্রিক গাড়ি বিক্রি করেছিল টাটারা। 

সম্প্রতি বাজারে আসে টাটার নয়া ইলেকট্রিক গাড়ি নিক্সন ইভি ম্যাক্স। এর দাম তুলনামূলক বেশি।


বিজ্ঞাপন


এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর