শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

পালসার মোটরসাইকেলের দাম বাড়ালো বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ আগস্ট ২০২২, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

পালসার মোটরসাইকেলের দাম বাড়ালো বাজাজ

বাজাজের জনপ্রিয় মোটরসাইকের পালসার সিরিজের দাম বেড়েছে। সম্প্রতি বিভিন্ন মডেলের পালসারের দাম বাড়িয়েছে বাজাজ। বর্ধিত এই দাম ভারতে কার্যকর হচ্ছে। অন্যান্য দেশে বাইকের দাম অপরিবর্তিত রয়েছে। 

বাজাজের জনপ্রিয় পারফর্মেন্স সিরিজ পালসার মোটরসাইকেল কিনতে আগের থেকে ১৩০০ রুপি পর্যন্ত বেশি খরচ করতে হবে।


বিজ্ঞাপন


pulsarপালসার ছাড়াও দাম বেড়েছে ডমিনার ও অ্যাভেঞ্জার সিরিজের মডেলগুলোর। এই মডেলগুলোর দাম বেড়েছে ৬৪০০ রুপি পর্যন্ত।

এছাড়াও সিটি ১১০ এক্স ও প্লাটিনা ১১০ কিনতেও আগের থেকে বেশি খরচ করতে হবে।
 
বিগত কয়েক বছর ধরেই বছরে দুই থেকে তিন বার বাইকের দাম বাড়ায় বাজাজ। এরই ধারাবাহিকতায় জুলাই মাসের শেষের দিকে নতুন করে দাম বাড়ল। 

pulsar

বাজাজ পালসার ১২৫ ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম কমেনি। যদিও এই মডেলের ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম ১১০১ রুপি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ডিস্ক ব্রেক ভেরিয়েন্টে দাম বাড়ল ৮৭ হাজার ১৪৯ রুপি। স্প্লিট সিট ভেরিয়েন্টে এই মডেলের দাম বেড়ে হয়েছে ৯০ হাজার ৩ রুপি।


বিজ্ঞাপন


ভারতে পালসার ১৫০ নিওনের দাম ৭১৭ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৪ হাজার ৪৪৮ রুপি। পালসার অন্যদিকে ১৫০ সিঙ্গেল ডিস্ক ও পালসার ১৫০ ডাবল ডিস্ক ভেরিয়েন্টের দাম বেড়েছে যথাক্রমে ৭১৬ রুপি ও ৭১৭ রুপি। 

পালসার এনএস ১২৫ এর দাম বেড়েছে ১১৬৫ রুপি। এখন থেকে ভারতের বাজারে এই মোটরসাইকেল কিনতে খরচ হবে ১ লাখ ৯৪ হাজার ৩৭১ রুপি। 

pulsarএছাড়াও পালসার এনএস ১৬০ মডেলের দাম ৮৯৬ রুপি বেড়ে হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৫০ রুপি।

পালসার এনএস ২০০ ও পালসার আরএস ২০০ কিনতে যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ৬৬৬ রুপি ও ১ লাখ ৭০ হাজার ৬৭ রুপি খরচ করতে হবে। এই দুই মডেলের দাম বেড়েছে যথাক্রমে ৯৯৯ রুপি ও ১ হাজার ৮৮ রুপি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর