বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

কম দামে ছোট বাইক আনছে রয়েল এনফিল্ড

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ০১:১৮ এএম

শেয়ার করুন:

কম দামে ছোট বাইক আনছে রয়েল এনফিল্ড

সবচেয়ে কম দামে রয়েল এনফিল্ড বাইক বাজারে আসছে। মডেল হান্টার ৩৫০। ইতিমধ্যে বাইকটি নিয়ে জল্পনা-কল্পনা চলছে। ফাঁস হয়েছে বাইকটির বিভিন্ন ফিচার। 

নতুন হান্টারে ৩৪৯.৩৪ সিসির ইঞ্জিন ব্যবহার হবে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২০ এইচপি শক্তি মিলবে। যদিও এই বাইকের চাকার সাইজ এখনও জানা যায়নি। তবে অ্যালয় হুইল সহ এই বাইক লঞ্চ করবে রয়েল এনফিল্ড।


বিজ্ঞাপন


নতুন বাইকটির ডিজাইন ট্রাম্প স্ট্রিট টুইন মডেল থেকে থেকে অনুপ্রাণিত। জে সিরিজ প্ল্যাটফর্মে এই বাইক ডিজাইন করা হয়েছে।

bikeচলতি বছর আগস্টে এই বাইক বাজারে আনতে পারে ভারতের চেন্নাইয়ের প্রতিষ্ঠানটি।

জানা গেছে, তুলনামূলক ছোট সাইজে এই বাইক লঞ্চ হবে। লঞ্চের পরে এটাই হবে কোম্পানির সবথেকে ছোট বাইক। 

হান্টার মডেলের দৈর্ঘ্য ২০৫৫ মিলিমিটার। প্রস্থ ৮০০ মিলিমিটার। উচ্চতা ১০৫৫ মিলিমিটার। এই বাইকের হুইলবেসের দৈর্ঘ্য ১৩৭০। ওজন হবে 
১৬০-১৭০ কেজির মধ্যে। 


বিজ্ঞাপন


আকারে ছোট হলেও এই বাইকে মর্ডান রেট্রো ডিজাইন থাকছে। ক্লাসিক বাইকের একাধিক গুরুত্বপূর্ণ ডিজাইন ফিচার এই বাইকে থাকবে।

reনতুন বাইকের দুই চাকাতেই ডিস্ক ব্রেক থাকবে। তবে থাকতে পারে সিঙ্গেল চ্যানেল এবিএস। এতে অপশনাল ফিচার হিসাবে ট্রিপার নেভিগেশন লাগানো যাবে। বৃত্তাকার ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ডিজিটাল ডিসপ্লের সঙ্গেই অ্যানালগ ফিচার থাকছে।

জ্বালানি বহনের জন্য ১২ লিটারের ফুয়েল ট্যাংক দেওয়া হয়েছে। 

ভারতে বাইকটি পাওয়া যাবে ১.৫ লাখ থেকে ১.৭ লাখ রুপিতে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর