মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শীতে বাইক স্টার্ট হচ্ছে না? জাদুকরী টিপস জানলে একবারেই ইঞ্জিন চালু হবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ এএম

শেয়ার করুন:

শীতে বাইক স্টার্ট হচ্ছে না? জাদুকরী টিপস জানলে একবারেই ইঞ্জিন চালু হবে
শীতে বাইক স্টার্ট হচ্ছে না? জাদুকরী টিপস জানলে একবারেই ইঞ্জিন চালু হবে

ভোরবেলার কনকনে ঠান্ডা। অফিস বা গন্তব্যে পৌঁছানোর তাড়া, কিন্তু ঠিক সেই সময়েই বিট্রে করছে আপনার প্রিয় বাইক বা স্কুটি! সেলফ দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, বার বার কিক দিয়েও স্টার্ট নেওয়ার নাম নেই। শীতের সকালে বাইকারদের কাছে এটি এক চিরচেনা যন্ত্রণার নাম। মূলত তীব্র ঠান্ডায় ইঞ্জিন অয়েল ঘন হয়ে যাওয়া এবং ব্যাটারির শক্তি কমে যাওয়াই এর প্রধান কারণ। তবে ঘাবড়ানোর কিছু নেই; ছোট্ট ৪টি কৌশল জানা থাকলে হাড়কাঁপানো শীতেও আপনার বাইক স্টার্ট হবে মুহূর্তেই।

১. চোক (Choke) এর সঠিক ব্যবহার


বিজ্ঞাপন


শীতকালে বাইক স্টার্ট করার সবচেয়ে কার্যকর হাতিয়ার হলো ‘চোক’। ঠান্ডায় ইঞ্জিনে বায়ুর তুলনায় জ্বালানির (পেট্রোল) চাহিদা বেশি থাকে। চোক বোতামটি টানলে ইঞ্জিনে রিচ ফুয়েল মিক্সচার যায়, যা দ্রুত দহনে সাহায্য করে। ফলে প্রথম বা দ্বিতীয় চেষ্টাতেই বাইক প্রাণ ফিরে পায়। তবে মনে রাখবেন, বাইক স্টার্ট হওয়ার ৩০-৪০ সেকেন্ড পর চোক অবশ্যই বন্ধ করে দিতে হবে, নয়তো মাইলেজ কমে যেতে পারে।

ktm-bike_20241212_094648970

২. ইগনিশন অফ রেখে কিক করা

সকালে চাবি অন করার আগেই একটি কৌশল অবলম্বন করুন। ইগনিশন ‘অফ’ রেখেই ৩-৪ বার খালি কিক করুন। এতে ইঞ্জিনের ভেতরে জমে থাকা ঘন হয়ে যাওয়া অয়েল কিছুটা পাতলা হবে এবং যন্ত্রাংশগুলো সচল হবে। এরপর চাবি অন করে কিক দিলে ইঞ্জিন কোনো বাড়তি ধকল ছাড়াই স্টার্ট হয়ে যাবে। এই পদ্ধতি আপনার বাইকের দামি সেল্ফ মোটর এবং ব্যাটারির আয়ু বাড়াতেও সাহায্য করে।


বিজ্ঞাপন


৩. জাদুকরী 'ক্লাচ ট্রিক'

বাইক স্টার্ট দিতে গিয়ে অনেকেই ক্লাচ ধরেন না। কিন্তু শীতে ক্লাচ চেপে ধরা একটি দারুণ ট্রিক। বাইক নিউট্রালে থাকা অবস্থায় ক্লাচ লিভারটি পুরোপুরি চেপে ধরুন এবং তারপর কিক বা সেল্ফ দিন। ক্লাচ চেপে ধরলে গিয়ারবক্স ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায়, ফলে ক্র্যাঙ্কশ্যাফট ঘোরাতে ব্যাটারি বা কিকের ওপর চাপ কম পড়ে। এই ছোট কৌশলে খুব সহজেই বাইক চালু হয়।

ride-lead-20230117104255

৪. স্পার্ক প্লাগ ও ব্যাটারির যত্ন

যদি সব চেষ্টা বৃথা যায়, তবে বুঝতে হবে আপনার বাইকের স্পার্ক প্লাগে সমস্যা আছে। শীতের আর্দ্রতায় প্লাগে কার্বন জমতে পারে। সেক্ষেত্রে প্লাগটি খুলে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে আবার লাগান। এছাড়া রাতে বাইকটি খোলা জায়গায় না রেখে কভার দিয়ে ঢেকে রাখার চেষ্টা করুন। এতে শিশির সরাসরি ইঞ্জিনে বা ব্যাটারিতে প্রভাব ফেলতে পারবে না।

আরও পড়ুন: শীতের সকালে বাইক স্টার্ট দিতে সমস্যা হয় কেন? 

শীতকালে বাইকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। সঠিক নিয়মে স্টার্ট দিলে ইঞ্জিনের ওপর চাপ কমে এবং পারফরম্যান্স ভালো থাকে। উপরে উল্লেখিত টিপসগুলো মেনে চললে শীতের সকালে বাইক স্টার্ট দেওয়া নিয়ে আপনাকে আর ভোগান্তিতে পড়তে হবে না।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর