দেশের বাজারে নিজেদের নতুন হাইব্রিড এসইউভি (SUV) সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে জনপ্রিয় অটোমোবাইল ব্র্যান্ড এমজি বাংলাদেশ।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকায় জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এমজি বাজারে এনেছে 'এমজি এইচএস হাইব্রিড প্লাস' এবং 'এমজি এইচএস সুপার হাইব্রিড' (প্লাগ-ইন হাইব্রিড) মডেলের দুটি গাড়ি। দেশে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজি’র একটি বড় পদক্ষেপ।
বিজ্ঞাপন
মূল্য ও মডেলসমূহ: নতুন এই হাইব্রিড এসইউভিগুলোর দাম শুরু হয়েছে ৪৯ লাখ টাকা থেকে। জ্বালানি দক্ষতা, কম কার্বন নিঃসরণ এবং আধুনিক নাগরিক জীবনের উপযোগী করে এই মডেলগুলো ডিজাইন করা হয়েছে।

গাড়ির বৈশিষ্ট্যসমূহ: এমজি এইচএস হাইব্রিড প্লাস এই মডেলে রয়েছে একটি 'স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম', যা সর্বোচ্চ ২২১.৩ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। এটি লিটারপ্রতি প্রায় ২৩.৮ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। শহরের যানজট এবং দীর্ঘ ভ্রমণ—উভয় ক্ষেত্রেই এটি অত্যন্ত কার্যকর।
এমজি এইচএস সুপার হাইব্রিড (PHEV): এই মডেলে রয়েছে ২১.৪ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। শুধু বৈদ্যুতিক শক্তিতেই এটি ১২০ কিলোমিটারের বেশি পথ চলতে পারে, যাতে কোনো কার্বন নিঃসরণ হয় না। ব্যাটারি ও জ্বালানি মিলিয়ে গাড়িটির মোট চলার সক্ষমতা ১০০০ কিলোমিটারের বেশি।
বিজ্ঞাপন
অতিরিক্ত সুবিধা: ক্রেতাদের সুবিধার্থে এমজি বাংলাদেশ প্রতিটি গাড়ির সাথে একটি ৭.৪ কিলোওয়াট হোম চার্জিং স্টেশন সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছে। এর জন্য গ্রাহককে কোনো অতিরিক্ত খরচ বহন করতে হবে না।

উদ্বোধন অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হোসেন মশনুর চৌধুরী বলেন, "এই আয়োজন শুধু নতুন গাড়ি বাজারে আনার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বাংলাদেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এমজি’র দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন।"
এমজি বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া বলেন, "এএইচএস সিরিজ সি-সেগমেন্ট এসইউভি ক্যাটাগরিতে প্রত্যাশার নতুন মানদণ্ড তৈরি করবে। স্মার্ট মবিলিটির জন্য বাংলাদেশ এখন পুরোপুরি প্রস্তুত।"
ডিজাইন ও প্রযুক্তি: নতুন এই সিরিজে রয়েছে ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন এবং সমপরিমাণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। নিরাপত্তা ফিচারের মধ্যে রয়েছে ৬টি এয়ারব্যাগ, এমজি পাইলট এডাস লেভেল-২ এবং পিএম ২.৫ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম। এছাড়াও ১৯ ইঞ্চি অ্যালয় হুইল এবং ৫০৭ লিটারের বিশাল বুট স্পেস গাড়িগুলোকে করে তুলেছে প্রিমিয়াম।
এজেড

