কাওয়াসাকি মোটরস ভারতে তাদের ২০২৬ মডেলের নতুন ভালকান এস লঞ্চ করেছে। স্পোর্টি স্টাইলিং এবং আরামদায়ক রাইডিংয়ের সমন্বয়ে এই ক্রুজার বাইকটি তৈরি করা হয়েছে। প্রিমিয়াম ফিচারের এই বাইকটি অভিজ্ঞ ও নতুন উভয় রাইডারদের নজর কাড়বে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
বিজ্ঞাপন
এই বাইকের হৃদয়ে আছে ৬৪৯ সিসি লিকুইড কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। এটি ৬১ পিএস পাওয়ার এবং ৬২.৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। স্মুথ গিয়ার শিফটিংয়ের জন্য এতে সিক্স স্পিড রিটার্ন ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের নতুন চমক: আসছে ইলেকট্রিক স্ক্র্যাম্বলার ফ্লাইং ফ্লি
গঠন ও ডিজাইন
ভালকান এস বাইকটির ফ্রেম হাই টেনসাইল স্টিল দিয়ে তৈরি করা হয়েছে। এর সরু বডি এবং কমপ্যাক্ট ইঞ্জিন রাইডারকে বাড়তি আরাম প্রদান করে। ফুটপেগগুলো এমনভাবে সেট করা হয়েছে যাতে দীর্ঘ ভ্রমণে ক্লান্তি না আসে।
বিজ্ঞাপন
উন্নত সাসপেনশন ব্যবস্থা
বাইকটির সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে সুইংআর্ম সাসপেনশন রয়েছে। এর ফলে যেকোনো রাস্তায় রাইডিং কোয়ালিটি সবসময় ব্যালেন্সড এবং আরামদায়ক থাকে। উন্নত ব্রেকিং সিস্টেম রাইডারের নিরাপত্তা নিশ্চিত করে।

এরগো ফিট সিস্টেম
কাওয়াসাকির এই মডেলে বিশেষ এরগো ফিট সাইজিং সিস্টেম যুক্ত করা হয়েছে। রাইডার নিজের উচ্চতা অনুযায়ী সিট এবং হ্যান্ডেলবার অ্যাডজাস্ট করতে পারবেন। এতে প্রায় ১৮ ধরনের ভিন্ন কনফিগারেশন সেট করার সুবিধা রয়েছে।
বাজার দর ও সিদ্ধান্ত
ভারতে এই প্রিমিয়াম ক্রুজার বাইকটির এক্স শোরুম দাম ৮.১৩ লাখ রুপি। পারফরম্যান্স এবং স্টাইলের দারুণ মেলবন্ধন হিসেবে এই বাইকটি একটি আদর্শ পছন্দ। শৌখিন বাইকারদের জন্য এটি হতে পারে সেরা অপশন।
এজেড

