বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কাওয়াসাকি জেড৬৫০আরএস ২০২৬ মডেলের যাত্রা শুরু

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০১:০১ এএম

শেয়ার করুন:

কাওয়াসাকি জেড৬৫০আরএস ২০২৬ মডেলের যাত্রা শুরু
কাওয়াসাকি জেড৬৫০আরএস ২০২৬ মডেলের যাত্রা শুরু

কাওয়াসাকি ইন্ডিয়া তাদের জনপ্রিয় নিও-রেট্রো মোটরসাইকেল জেড৬৫০আরএস এর ২০২৬ সংস্করণ আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে। আধুনিক বৈশিষ্ট্য এবং ক্ল্যাসিক লুকের এই বাইকটির এক্স শোরুম দাম ধরা হয়েছে সাত লক্ষ ৮৩ হাজার টাকা।

আধুনিক ইঞ্জিন ও নতুন জ্বালানি প্রযুক্তি


বিজ্ঞাপন


নতুন মডেলের এই মোটরসাইকেলে ই২০ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর ফলে বাইকটির ইঞ্জিন এখন ইথানল মিশ্রিত জ্বালানির সঙ্গে চমৎকারভাবে মানিয়ে নেবে।

এতে ব্যবহার করা হয়েছে ৬৪৯ সিসি লিকুইড কুলড প্যারালাল টুইন ইঞ্জিন। এই শক্তিশালী ইঞ্জিনটি আট হাজার আরপিএম এ ৬৮ পিএস শক্তি এবং ৬৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

2026-kawasaki-z650rs-launched-5

ডিজাইন ও নস্টালজিক লুক


বিজ্ঞাপন


১৯৭০ এর দশকের ক্লাসিক মোটরসাইকেল থেকে অনুপ্রাণিত হয়ে বাইকটির ডিজাইন সাজানো হয়েছে। এতে থাকছে ১২ লিটারের জ্বালানি ট্যাঙ্ক এবং আইকনিক গোল্ডেন কালার কাস্ট হুইল।

বাইকটিতে আধুনিক এলইডি লাইটিং সিস্টেমের পাশাপাশি রাউন্ড শেপ হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। নতুন যুক্ত হওয়া মেটালিক ব্লু এবং গোল্ড কালার স্কিম রাইডারদের বিশেষ আকর্ষণ করবে।

আরামদায়ক রাইডিং ও নিরাপত্তা বৈশিষ্ট্য

রাইডারদের সুবিধার জন্য বাইকটিতে ৮২০ মিমি সিট হাইট এবং সোজা রাইডিং পজিশন নিশ্চিত করা হয়েছে। এর ফলে শহরের জ্যাম বা দীর্ঘ পথ চলাচলে রাইডাররা ক্লান্তি অনুভব করবেন না।

নিরাপত্তার জন্য এতে কাওয়াসাকি ট্রাকশান কন্ট্রোল বা কেটিআরসি প্রযুক্তি দেওয়া হয়েছে। এই সিস্টেমটি পিচ্ছিল বা কম গ্রিপের রাস্তায় বাইকের নিয়ন্ত্রণ বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করবে।

আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের নতুন চমক: আসছে ইলেকট্রিক স্ক্র্যাম্বলার ফ্লাইং ফ্লি

ডেলিভারি এবং বাজার সম্ভাবনা

২০২৬ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে এই বাইকটির ডেলিভারি শুরু হবে। অ্যানালগ এবং এলসিডি স্ক্রিনের সমন্বয়ে তৈরি এর ড্যাশবোর্ড বাইকটিকে দিয়েছে এক অনন্য মাত্রা।

আধুনিক প্রযুক্তি এবং রেট্রো লুকের এই বাইকটি প্রিমিয়াম সেগমেন্টে কাওয়াসাকির অবস্থান আরও শক্তিশালী করবে। ভারতে এই মডেলটি তরুণ রাইডারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর