রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১ জানুয়ারি থেকেই বাড়ছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের দাম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ এএম

শেয়ার করুন:

১ জানুয়ারি থেকেই বাড়ছে ট্রায়াম্ফ মোটরসাইকেলের দাম

নতুন বছর শুরুর আগেই মোটরসাইকেল প্রেমীদের জন্য জরুরি বার্তা দিল বিশ্বখ্যাত ব্র্যান্ড ট্রায়াম্ফ (Triumph)। কোম্পানিটি জানিয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তাদের সব মডেলের এক্স-শোরুম দাম অপরিবর্তিত থাকবে। তবে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন মূল্য তালিকা। যদিও দাম ঠিক কতটা বাড়বে, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

করের বোঝা সামলেছে কোম্পানি নিজেই


বিজ্ঞাপন


সম্প্রতি ভারতে ৩৫০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ওপর জিএসটি (GST) সংক্রান্ত বাড়তি কর আরোপ করা হয়েছিল। সাধারণত এই ধরণের করের বোঝা গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু ট্রায়াম্ফ ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে। তাদের জনপ্রিয় ৪০০ সিসি মডেলগুলোর ক্ষেত্রে অতিরিক্ত করের খরচ কোম্পানি নিজেই বহন করেছে। ফলে সরকারি নিয়মের পরিবর্তনের মধ্যেও ক্রেতারা এতদিন স্থিতিশীল দামে বাইক কেনার সুবিধা পেয়েছেন।

trump_pic

উৎসবের বিশেষ অফার ও বাজার দখল

জিএসটির প্রভাব শোষণ করার পাশাপাশি কোম্পানিটি তাদের স্পিড ৪০০ (Speed 400) এবং স্পিড টি৪ (Speed T4) মডেলের ওপর বিশেষ ‘ফেস্টিভ প্রাইস’ বা উৎসবকালীন মূল্য ছাড় অব্যাহত রেখেছে। ভারতে উৎপাদিত এই মডেলগুলো সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম অভিজ্ঞতা দেওয়ার কারণে ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। স্টাইলিশ ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের কারণে তরুণ রাইডারদের কাছে এই বাইকগুলো এখন প্রথম পছন্দ।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাজারে এলো ২০২৬ কাওয়াসাকি নিনজা ১১০০এসএক্স

ক্রেতাদের জন্য পরামর্শ

ট্রায়াম্ফ-এর এই মূল্য সংশোধনের ঘোষণাটি মূলত প্রিমিয়াম মোটরসাইকেল কিনতে আগ্রহীদের জন্য একটি আগাম সতর্কতা। যারা নতুন বছর থেকে একটি নতুন বাইক গ্যারেজে তোলার পরিকল্পনা করছেন, তারা ৩১ ডিসেম্বরের মধ্যে কিনলে বড় ধরণের আর্থিক সাশ্রয় করতে পারবেন। নতুন বছরে সবকটি মডেলের দাম বাড়তে থাকায়, চলতি মাসটিকেই বাইক কেনার সেরা সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তাই স্বপ্নের প্রিমিয়াম মোটরসাইকেলটি নিজের করতে চাইলে আর দেরি না করে নিকটস্থ শোরুমে যোগাযোগ করাই হবে বুদ্ধিমানের কাজ।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর