শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাওয়াসাকি নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল, দাম আকাশচুম্বী

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

কাওয়াসাকি নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল আনল, দাম আকাশচুম্বী

ভারতের বাজারে বহুল প্রতীক্ষিত ২০২৬ মডেলের 'ভার্সিস ৬৫০' (Versys 650) অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেল লঞ্চ করল কাওয়াসাকি। যান্ত্রিক বা কাঠামোগত বড় কোনো রদবদল না হলেও, নতুন এই মডেলে যুক্ত করা হয়েছে আকর্ষণীয় কালার স্কিম। আধুনিক লুক এবং নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে বাইকটি ট্যুরিং প্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন রঙ ও পরিবর্তিত দাম


বিজ্ঞাপন


২০২৬ মডেলের প্রধান আকর্ষণ হলো এর নতুন 'মেটালিক গ্রাফাইট গ্রে/স্পার্ক ব্ল্যাক' কালার কম্বিনেশন। এতে থাকা সবুজ রঙের হাইলাইটস বা অ্যাকসেন্ট বাইকটিকে আগের চেয়ে অনেক বেশি শার্প এবং আধুনিক রূপ দিয়েছে। আপডেটের পাশাপাশি দামেও কিছুটা পরিবর্তন এসেছে। আগের মডেলের তুলনায় ১৫,০০০ রুপি বৃদ্ধি পেয়ে বর্তমানে ভার্সিস ৬৫০-এর এক্স-শোরুম দাম দাঁড়িয়েছে ৮.৬৩ লাখ রুপি।

শক্তিশালী ইঞ্জিন ও পারফরম্যান্স

বাইকটির যান্ত্রিক শক্তি অপরিবর্তিত রাখা হয়েছে। এতে রয়েছে সেই চিরচেনা ৬৪৯ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন।

শক্তি: ৬৬-৬৭ হর্সপাওয়ার (৮,৫০০ আরপিএম)।


বিজ্ঞাপন


টর্ক: ৬১ এনএম (৭,০০০ আরপিএম)।

গিয়ারবক্স: ৬-স্পিড ম্যানুয়াল। দীর্ঘ ভ্রমণের জন্য এই ইঞ্জিনটি অত্যন্ত মসৃণ এবং বিশ্বস্ত হিসেবে পরিচিত।

কাঠামো ও ব্রেকিং সিস্টেম

বাইকটির স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে হাই-টেনসাইল স্টিলের টিউবুলার ডায়মন্ড ফ্রেম।

সাসপেনশন: সামনে ৪১ মিমি অ্যাডজাস্টেবল আপসাইড-ডাউন (USD) ফর্ক এবং পিছনে রিমোট প্রিলোড অ্যাডজাস্টেবল মোনোশক।

ব্রেকিং ও নিরাপত্তা: সামনে ৩০০ মিমি ডুয়েল পেটাল ডিস্ক এবং পিছনে ২৫০ মিমি ডিস্ক। নিরাপত্তার জন্য এতে স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস (ABS) এবং দুই ধাপের 'কাওয়াসাকি ট্র্যাকশন কন্ট্রোল' (KTRC) ব্যবস্থা।

2026_Kawasaki_Versys_650_1766747433235_1766747438884

ডাইমেনশন ও আধুনিক ফিচার

লং রাইডের কথা মাথায় রেখে বাইকটিতে ২১ লিটারের বিশাল ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলো হলো:

সিট হাইট: ৮৪৫ মিমি।

গ্রাউন্ড ক্লিয়ারেন্স: ১৭০ মিমি।

ওজন: ২২০ কেজি (কার্ব ওয়েট)।

প্রযুক্তি: ৪.৩ ইঞ্চি কালার টিএফটি (TFT) ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, ইকোনমিক্যাল রাইডিং ইন্ডিকেটর এবং ডুয়াল থ্রটল ভালব।

আরও পড়ুন: ২০২৬ কাওয়াসাকি নিনজা ৬৫০ বাজারে এলো, জানুন নতুন ফিচার ও দাম

যারা হাইওয়েতে আরামদায়ক ভ্রমণ এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স খোঁজেন, তাদের জন্য নতুন কালার ও সামান্য বর্ধিত মূল্যের এই ২০২৬ কাওয়াসাকি ভার্সিস ৬৫০ একটি আদর্শ প্যাকেজ হতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর