রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন রঙে এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট মোটরসাইকেল আনল অ্যাপ্রিলিয়া

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

নতুন রঙে এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট মোটরসাইকেল আনল অ্যাপ্রিলিয়া
নতুন রঙে এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট মোটরসাইকেল আনল অ্যাপ্রিলিয়া

এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট বাইকের বাজারে নতুন রঙের চমক আনল অ্যাপ্রিলিয়া। সংস্থাটি তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক অ্যাপ্রিলিয়া RS457 ভারতে নতুন কালার অপশনে লঞ্চ করেছে। ইন্ডিয়া বাইক উইক ২০২৫ (IBW 2025)এ উন্মোচিত এই বাইকটি তিনটি নতুন পেইন্ট স্কিমে হাজির হয়েছে। কারিগরি দিক থেকে কোনো পরিবর্তন না হলেও, নতুন রঙের সংযোজন RS457-কে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তুলেছে।


বিজ্ঞাপন


নতুন কালার অপশন

বর্তমানে বিক্রিতে থাকা ব্ল্যাক রেসিং স্ট্রাইপস কালার স্কিমটি চালু থাকছে। তবে এতে কিছু অতিরিক্ত স্টিকার যোগ করে লুককে আরও ফ্রেশ করা হয়েছে। এই সংস্করণটি সম্ভবত জিপি রেপ্লিকা এডিশন নামে পরিচিত হবে, যা অ্যাপ্রিলিয়ার মোটোজিপি রেস বাইক থেকে অনুপ্রাণিত।

এছাড়াও RS457-এ যুক্ত হয়েছে দুটি সম্পূর্ণ নতুন রঙব্লু ইয়েলো এই দুটি নতুন কালার বাইকটিকে রাস্তায় আরও আলাদা ও নজরকাড়া উপস্থিতি দেবে।

কোন রঙ কেমন


বিজ্ঞাপন


ব্লু কালার স্কিমটি তুলনামূলকভাবে বেশি এলাবোরেট। এতে ব্লু, রেড ও ব্ল্যাকএই তিন রঙের সমন্বয়ে তৈরি থ্রি-টোন ফিনিশ দেখা যায়। কনট্রাস্ট-হেভি এই ডিজাইন বাইকটিকে আরও স্পোর্টি ও রেস-অনুপ্রাণিত লুক দিয়েছে, যা আগের কালার অপশনগুলোর থেকে স্পষ্টভাবেই আলাদা।

অন্যদিকে ইয়েলো কালার স্কিমটি তুলনামূলকভাবে ক্লিন ও ব্যালান্সড। ব্রাইট ইয়েলো বেসের সঙ্গে সিলভার ও ব্ল্যাক হাইলাইট এটিকে করেছে বোল্ড কিন্তু পরিমিত। তিনটি অপশনের মধ্যে ইয়েলো রঙটিই সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করছেন অনেকে। যদিও আরও কিছু ইয়েলো অ্যাকসেন্ট থাকলে লুকটা আরও ফাঙ্কি হতে পারত।

Aprilia-RS457-1-scaled

RS660-এর সঙ্গে মিল

নতুন কালার স্কিমগুলোর সঙ্গে অ্যাপ্রিলিয়ার বড় সুপারস্পোর্ট মডেল RS660এর রঙের যথেষ্ট মিল রয়েছে। এই ভিজ্যুয়াল সাদৃশ্য RS457-এর সুপারস্পোর্ট পরিচিতিকে আরও শক্তিশালী করে এবং স্টাইলিংয়ে একটি প্রিমিয়াম অনুভূতি যোগ করে।

দাম ও বিক্রি নিয়ে ধোঁয়াশা

নতুন কালার স্কিমগুলো পুরোনো রঙগুলোকে পুরোপুরি রিপ্লেস করবে, নাকি পাশাপাশি বিক্রি হবেসে বিষয়ে অ্যাপ্রিলিয়া এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। নতুন কালারের দামও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশে ২০০ সিসির নতুন মোটরসাইকেল আনল হোন্ডা

বর্তমানে অ্যাপ্রিলিয়া RS457এর এক্স-শোরুম মূল্য (দিল্লি) ৪ লাখ ৫৪ হাজার ৭১৭ রুপি। যেহেতু আগের কালার অপশনগুলোর মধ্যে দামের কোনো পার্থক্য ছিল না, তাই নতুন রঙগুলোও একই দামে পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইঞ্জিন ও ফিচার

কসমেটিক আপডেট ছাড়া বাইকটি যান্ত্রিকভাবে পুরোপুরি অপরিবর্তিত। এতে থাকছে আগের মতোই ৪৫৭ সিসি লিকুইড-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিন, একই হার্ডওয়্যার ও ফিচার সেটআপ।

নতুন কালার অপশন যুক্ত হওয়ায় অ্যাপ্রিলিয়া RS457 এখন আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে ইয়েলো ও ব্লু রঙ রাস্তায় চলার সময় অনেকের দৃষ্টি কাড়বে বলেই মনে করা হচ্ছে। ইন্ডিয়া বাইক উইক ২০২৫এ লঞ্চের পর আগ্রহীরা এখন শোরুমে গিয়ে নতুন লুকের RS457 দেখে নিতে পারবেন। এন্ট্রি-লেভেল সুপারস্পোর্ট সেগমেন্টে স্টাইলের নতুন মাত্রা যোগ করল অ্যাপ্রিলিয়া।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর