শহরের ব্যস্ত সড়কে রোজকার চিত্রের মধ্যে একটি হলো মোটরসাইকেল চালকদের যানজটে দাঁড়িয়ে থাকা। অনেকেই গিয়ারে থাকা অবস্থায় যানজটে কয়েক মিনিট দাঁড়ালে গিয়ার নিউট্রাল না করে ক্লাচ চেপে ধরে রাখেন। তারা মনে করেন এটি সুবিধাজনক এবং দ্রুত যাত্রা শুরু করতে সাহায্য করে। কিন্তু এতে কি ইঞ্জিনের ওপর কোনো প্রভাব পড়ে? ইঞ্জিনে কোনো ক্ষতি হয় কি না?
ক্লাচ চেপে রাখার প্রভাব
বিজ্ঞাপন
মোটরসাইকেলের ক্লাচ একটি যান্ত্রিক লিঙ্ক যা ইঞ্জিন ও গিয়ারবক্সকে সংযুক্ত বা বিচ্ছিন্ন করে। যখন ক্লাচ চেপে ধরা হয় এবং গিয়ার থাকে, ইঞ্জিন চালু থাকে কিন্তু শক্তি সরাসরি পেছনের চাকায় যায় না।

এক্ষেত্রে ইঞ্জিনের আরপিএম (RPM) বা রেভুলেশন কিছুটা কম হলেও ইঞ্জিনের লোড পুরোপুরি বন্ধ থাকে না। অর্থাৎ ইঞ্জিন চলছে কিন্তু কার্যকরীভাবে কোন গিয়ার লোড বহন করছে না। ফলে সামান্য তাপ উৎপন্ন হয়, কিন্তু আধুনিক মোটরসাইকেলের ক্লাচ ও ট্রান্সমিশন এই অবস্থার জন্য ডিজাইন করা থাকে।
কতক্ষণ পর্যন্ত নিরাপদ
বিজ্ঞাপন
একটি সাধারণ নিয়ম হলো, কয়েক মিনিট পর্যন্ত ক্লাচ চেপে রাখা সাধারণত কোনো ক্ষতি করে না। যদি আপনি দীর্ঘ সময়, যেমন ১০-১৫ মিনিটের বেশি যানজটে একইভাবে দাঁড়িয়ে থাকেন, তবে কিছু ক্ষেত্রে ক্লাচ প্লেটের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এটি দীর্ঘমেয়াদে ক্লাচের আয়ুষ্কালকে প্রভাবিত করতে পারে।

বেশিরভাগ বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যদি যানজটে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে গিয়ার নিউট্রালে রাখুন এবং ক্লাচ ছাড়ুন। এটি ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ক্লাচের ওপর চাপ কমায়।
মোটরসাইকেলে নিরাপদ ব্যবহার সম্পর্কিত পরামর্শ
১. সংক্ষিপ্ত যানজট বা লাইটে দাঁড়িয়ে থাকলে: গিয়ার নিউট্রাল করা জরুরি নয়, ক্লাচ চেপে রাখা নিরাপদ।
২. দীর্ঘ সময়ের যানজট বা লম্বা লাইন: গিয়ার নিউট্রালে রেখে ক্লাচ ছাড়ুন। এতে ক্লাচ ও ইঞ্জিন দুটার ওপর চাপ কমে।
৩. স্টপ অ্যান্ড গো পরিস্থিতি: যদি প্রায় ১-২ মিনিটের জন্য দাঁড়িয়ে থাকেন, ক্লাচ চেপে রাখলেও সমস্যা নেই।
৪. নিয়মিত রক্ষণাবেক্ষণ: ক্লাচ ফ্লুইড এবং প্লেটের অবস্থা ভালো রাখুন, যাতে যেকোনো পরিস্থিতিতে ক্ষতি এড়ানো যায়।
আরও পড়ুন: মোটরসাইকেলের ব্রেক প্যাড কত দিন পরপর বদলানো উচিত?
শহরের যানজট মোকাবেলায় মোটরসাইকেল চালকরা প্রায়শই ক্লাচ চেপে ধরেন। সংক্ষিপ্ত সময়ের জন্য এটি নিরাপদ, ইঞ্জিনে বড় ধরনের ক্ষতি করে না। তবে দীর্ঘ সময়ের জন্য এটি করা ঠিক নয়, কারণ এতে ক্লাচের তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে ক্ষতি করতে পারে। নিরাপদ ও আরামদায়ক রাইডের জন্য যানজটে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকলে গিয়ার নিউট্রালে রেখে ক্লাচ ছাড়াই থাকা উত্তম।
এজেড

