শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

TVS Apache RTX 300

টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এলো ৩০০ সিসির ইঞ্জিনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল এলো ৩০০ সিসির ইঞ্জিনে
ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল টিভিএস অ্যাপাচি RTX 300-এর বিক্রি।

ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল টিভিএস অ্যাপাচি RTX 300-এর সরবরাহ। বেঙ্গালুরুতে প্রথম দফার মোটরসাইকেল গ্রাহকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এরই মাধ্যমে পরিষ্কার হচ্ছে—টিভিএস ধাপে ধাপে সারা দেশে এই বাইকের সরবরাহ শুরু করতে যাচ্ছে এবং খুব শিগগিরই অন্যান্য শহরেও পৌঁছে যাবে জনপ্রিয় এই নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটি।

টিভিএস অ্যাপাচি RTX 300-এর সরবরাহ শুরু


বিজ্ঞাপন


নতুন প্রজন্মের অ্যাডভেঞ্চার-ভ্রমণ শ্রেণিতে নিজেদের অবস্থান শক্ত করতে টিভিএস বাজারে এনেছে অ্যাপাচি RTX 300। শক্তি ও প্রযুক্তির দিক থেকে এটি বেশ উন্নত। মোটরসাইকেলটিতে রয়েছে ২৯৯ সিসি তরল-শীতল এক সিলিন্ডারের RT-XD4 ইঞ্জিন। ইঞ্জিনটি ৯০০০ আরপিএম-এ ৩৫.৫ বিএইচপি শক্তি এবং ৭০০০ আরপিএম-এ ২৮.৫ এনএম টর্ক উৎপন্ন করে। শক্তিশালী এই মোটরটি ছয়-ধাপের গিয়ার বাক্সের সঙ্গে যুক্ত, যা দীর্ঘ ভ্রমণ বা অ্যাডভেঞ্চার রাইডে উপযুক্ত কর্মক্ষমতা দেয়।

153068698

চেসিস ও সাসপেনশন

এতে রয়েছে মজবুত ট্রেলিস ফ্রেম, যা বাইককে স্থিতিশীল রাখে এবং খারাপ রাস্তায়ও ভালো নিয়ন্ত্রণ বজায় রাখে। সামনের দিকে উল্টো ফর্ক এবং পেছনে মোনোশক সাসপেনশন ব্যবহৃত হয়েছে, যা দুর্গম বা অসমতল রাস্তায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করে। চাকা হিসেবে সামনে ১৯ ইঞ্চি এবং পেছনে ১৭ ইঞ্চি চাকা দেওয়া হয়েছে—যা অ্যাডভেঞ্চার ও দীর্ঘ ভ্রমণের জন্য উপযোগী।


বিজ্ঞাপন


আধুনিক বৈশিষ্ট্য ও তিনটি সংস্করণ

ফিচারের দিক থেকেও অ্যাপাচি RTX 300 বেশ আধুনিক। এতে রয়েছে নেভিগেশনসহ TFT পর্দা, একাধিক চালনা মোড, ক্রুজ নিয়ন্ত্রণ এবং উচ্চতর সংস্করণে দুই দিকেই কার্যকর কুইকশিফটার, যা গিয়ার বদলকে আরও দ্রুত ও মসৃণ করে। রাইডারদের চাহিদা অনুযায়ী ফিচারগুলো সাজানো, যাতে দীর্ঘ সফর বা অফ-রোড যাত্রা আরও উপভোগ্য হয়।

টিভিএস মোটরসাইকেলটি তিনটি সংস্করণে বাজারে এনেছে—বেস, টপ এবং বিটিও।

tvs

বেস সংস্করণের দাম শুরু হয়েছে ১.৯৯ লাখ রুপি থেকে। টপ সংস্করণের দাম ২.১৫ লাখ রুপি এবং বিটিও সংস্করণের দাম ২.২৯ লাখ রুপি। (সব দামই এক্স-শোরুম, দিল্লি)

আরও পড়ুন: এয়ারফিল্টার: শীতকালে মোটরসাইকেলের এই যন্ত্র দ্রুত নষ্ট হয়

সব মিলিয়ে, টিভিএস অ্যাপাচি RTX 300 অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজারে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। শক্তিশালী ইঞ্জিন, উন্নত বৈশিষ্ট্য, মজবুত সাসপেনশন এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী দামের কারণে এটি নতুন রাইডার থেকে অভিজ্ঞ রাইডার—সবাইয়ের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবে। সরবরাহ শুরু হওয়ায় এখন গ্রাহকদের অপেক্ষার অবসান, এবং আগামী দিনে সারা দেশে এর জনপ্রিয়তা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর