শীতকালে রাইডাররা প্রায়ই লক্ষ্য করেন, মোটরসাইকেলের ইঞ্জিন আগের মতো মসৃণভাবে কাজ করছে না। স্টার্ট নেওয়ায় দেরি, ঘষণ বাড়া, ইঞ্জিনের হালকা জ্বালানি খরচ বৃদ্ধি, এসব কারণে অনেকেই ভাবেন, ‘ইঞ্জিন ওয়েল জমে যাচ্ছে।’ তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্পূর্ণভাবে ‘জমে যাওয়া’ নয়, বরং শীতের ঠান্ডা আবহাওয়ায় ইঞ্জিন ওয়েলের ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে ইঞ্জিনের পারফরম্যান্স সাময়িকভাবে কমতে পারে।
ইঞ্জিন ওয়েলের কাজ এবং শীতকালে এর আচরণ
বিজ্ঞাপন
ইঞ্জিন ওয়েল মোটরসাইকেলের ইঞ্জিনের অভ্যন্তরীণ অংশগুলোকে সুরক্ষা দেয়, ঘষণ কমায়, এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। শীতকালে তাপমাত্রা কমে গেলে ওয়েল সামান্য ঘন হয়, ফলে ইঞ্জিনে তার প্রবাহ ধীর হয়। এর কারণে-
স্টার্ট নেওয়ায় সময় বেশি লাগে।
ইঞ্জিনের ঘষণ সামান্য বেড়ে যায়।
ফুয়েল খরচ সামান্য বৃদ্ধি পেতে পারে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞরা বলেন, ‘এটি কোনো বিপজ্জনক অবস্থা নয়। কেবল ইঞ্জিনের কার্যকারিতা সাময়িকভাবে প্রভাবিত হয়। সঠিক রক্ষণাবেক্ষণ করলে সমস্যা এড়িয়ে যাওয়া সম্ভব।’

শীতকালে সঠিক ওয়েল ব্যবহারের পরামর্শ
শীতকালে মোটরসাইকেল ভালো পারফরম্যান্সের জন্য নিম্নলিখিত বিষয়গুলো মানা জরুরি:
উপযুক্ত ভিসকোসিটি নির্বাচন করুন: কম ভিসকোসিটি (10W-30, 10W-40) ওয়েল শীতকালে ইঞ্জিনকে দ্রুত গরম হতে সাহায্য করে এবং ঘন হওয়া কমায়।
নিয়মিত ওয়েল পরিবর্তন: প্রযোজ্য সময় অনুযায়ী ইঞ্জিন ওয়েল পরিবর্তন করলে ইঞ্জিনের আভ্যন্তরীণ অংশ ভালো থাকে এবং ঘষণ কমে।
স্টার্ট আগে হালকা গরম করুন: প্রথমবার ইঞ্জিন চালানোর আগে হালকা গরম করলে ঘন ওয়েল সহজে ইঞ্জিনে প্রবাহিত হয়।
চলাকালীন ওয়েল চেক করুন: দীর্ঘ সময় চললে ওয়েলের স্তর ও মান পরীক্ষা করা গুরুত্বপূর্ণ।

শীতকালে ইঞ্জিন স্বাস্থ্য রক্ষার অতিরিক্ত টিপস
ইঞ্জিন ঘন হওয়ার কারণে হেডলাইটের আলো কমে বা স্টার্টে সমস্যা হলে, ব্যাটারি এবং চুম্বক সংযোগ ঠিক আছে কিনা পরীক্ষা করুন।
ব্যাটারির ভোল্টেজ কমে গেলে চার্জিং নিন।
আরও পড়ুন: শীতকালে মোটরসাইকেলে যেসব সমস্যা দেখা দেয়
দীর্ঘসময় মোটরসাইকেল ব্যবহার না করলে স্ট্যান্ডে রেখে হালকা গরম করে চালান।
শীতকালে এই সতর্কতা মেনে চললে ইঞ্জিনের জীবনকাল বৃদ্ধি পায় এবং পারফরম্যান্সও বজায় থাকে। রাইডারদের উচিত সঠিক ওয়েল নির্বাচন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করে শীতকালের সম্ভাব্য সমস্যা এড়িয়ে চলা।
এজেড

