শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

এই প্রথম ক্যাফে রেসার ইলেকট্রিক বাইক এলো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

এই প্রথম ক্যাফে রেসার ইলেকট্রিক বাইক এলো

এই প্রথম ক্যাফে রেসার ইলেকট্রিক বাইক এলো। ভারতের অটোমোবাইল নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান এই ই-বাইক এনেছে। মডেল অটোমোবাইল অটাম ভাদের।     

লাল, সাদা, নীল, কালো ও ধূসর রঙে পাওয়া যাবে অটাম ভাদের। দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি। 
 
বাইকটির বিশেষত্ব হচ্ছে এটি এক চার্জে ১০০ কিলোমিটার পথ চলতে পারবে। বাইকটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এতে দেওয়া হয়েছে ২.৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। 


বিজ্ঞাপন


টিউবুলার চ্যাসিসে এই ইলেকট্রিক স্কুটার ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ১৪ লিটার বুট স্পেস। 

auto bd

এই মোটরসাইকেলে এলইডি ইন্ডিকেটর ও টেল ল্যাম্প রয়েছে। 

অটোমোবাইল কোম্পানির প্রতিষ্ঠাতা ভামসি কৃষ্ণ বলেন, আমরা ভারতের রাস্তার কথা মাথায় রেখে এই বৈদ্যুতিক বাইকটি তৈরি করেছি। আমরা গবেষণা দলের বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছি এবং দেশীয় সৌরশক্তি চালিত শূন্য নির্গমন সুবিধার সাহায্যে পরিবেশ বান্ধব এবং টেকসই বৈদ্যুতিক বাইক তৈরিতে সফল হয়েছি। 


বিজ্ঞাপন


এই প্রসঙ্গে জেনে রাখা প্রয়োজন অটাম ভাদেরইলেকট্রিক বাইকটি এই কোম্পানির প্রথম বাইক নয়। এর আগে ২০২০ সালের অক্টোবরে অটাম ১.০ বাজারে এসেছিল।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর