শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ইয়ামাহার সব মডেলের মোটরসাইকেলের নতুন দাম জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ০৯:৪১ এএম

শেয়ার করুন:

ইয়ামাহার সব মডেলের মোটরসাইকেলের নতুন দাম জানুন

জাপানের বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী কোম্পানি ইয়ামাহা। প্রতিষ্ঠানটির মোটরসাইকেলের কদর বিশ্বজুড়ে। বাংলাদেশে ইয়ামাহা ব্র্যান্ডের বাইক আমদানি ও বাজারজাত করে এসিআই মোটরস লিমিটেড। এসিআই সম্প্রতি ইয়ামাহার বিভিন্ন মডেলের নতুন দাম ঘোষণা করেছে। জানুন সর্বশেষ দাম। 

দেশে ইয়ামাহার ১০টিরও বেশি মডেল ও কয়েকটি মডেলের একাধিক ভার্সন বিক্রি হয়। এর মধ্যে জনপ্রিয় ফ্লাগশিপ বাইক আর১৫এম। এর বর্তমান দাম 
৫ লাখ ৫৫ হাজার টাকা।


বিজ্ঞাপন


একই মডেলের আরেকটি ফ্লাগশিপ ভার্সন আর১৫ ভার্সন ৪। এই মডেলের রেসিং ব্লু কালার এখন কেনা যাবে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। একই মডেলের 
   
একই মডেলের ডার্ক নাইট এবং মেটালিক রেড কালারের দাম ৫ লাখ ৪০ হাজার টাকা। 

yamahaএছাড়াও ন্যাকেক স্পোর্টস বাইক এফজেড-এক্স মডেলের বর্তমান মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা। 

ইয়ামাহার বেশি বিক্রীত মডেল আর১৫ ভার্সন থ্রিতে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার চলছে। অফার মূল্য ৪ লাখ ৬০ হাজার টাকা।

সম্প্রতি বাজারে এসেছে এক্সএসআর ১৫৫ মডেল। এতেও ক্যাশব্যাক ঘোষণা করেছে এসিআই মোটরস। ২৫ হাজার টাকা ক্যাশব্যাক নিয়ে বাইকটি এখন কেনা যাবে ৫ লাক ২০ হাজার টাকা।


বিজ্ঞাপন


দেশের তরুণদের কাছে তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পেয়েছে এমটি ১৫ মডেলটি। এর বর্তমান দাম ৪ লাখ ১৫ হাজার টাকা। 

বাজারে বহুবছর ধরে রাজত্ব করছে ফেজার মডেলটি। ফেজার এফআই ভার্সন টুর বর্তমান মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা। 

এছাড়াও এফজেড-এস ভার্সন থ্রি কেনা যাবে ২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। এফজেড এফআই ভার্সন এবিএস, ভিনটেজ এডিশনের এখনকার দাম ২ লাখ ৫১ হাজার টাকা। 

bikeএফজেড এস ভার্সন টু মডেল পাওয়া যাবে ২ লাখ ২০ হাজার টাকা। 

ইয়ামাহার জনপ্রিয় কমিউটির স্যালুটো ১২৫ মডেলটি কেনা যাচ্ছে ১ লাখ ৪০ হাজার টাকায়। 

এছাড়াও রে জেডআর স্ট্রিট র‌্যালি ১২৫ এফআই স্কুটারটির নতুন দাম ২ লাখ ৩০ হাজার টাকা। 

এসিআই মোটরস লিমিটেড জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামে প্রতিষ্ঠানটির সব মডেলের বাইক কেনা যাবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর