বিখ্যাত জার্মান মোটরসাইকেল নির্মাতা বিএমডব্লিউ মোটোরাড তাদের নতুন মাঝারি আকারের অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এর প্রোডাকশন সংস্করণের প্রথম আনুষ্ঠানিক ঝলক প্রকাশ করেছে। মোটরসাইকেলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে ৪ নভেম্বর ২০২৫-এ, ইতালির মিলানে আয়োজিত ইআইসিএমএ ২০২৫ মোটর শোতে।
গত বছর একই প্রদর্শনীতে কনসেপ্ট হিসেবে উপস্থাপনের পর থেকেই বাইকপ্রেমীদের মধ্যে এ নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়। পরে এটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতেও প্রদর্শিত হয়, যা দেশটির রাইডারদের আগ্রহ আরও বাড়িয়ে দেয়।
বিজ্ঞাপন
নকশা ও বৈশিষ্ট্য
বিএমডব্লিউর প্রকাশিত টিজারে দেখা গেছে, বাইকটির জ্বালানি ট্যাঙ্কে বড় আকারের জিএস গ্রাফিক এবং এফ ৪৫০ ব্যাজিং সংযুক্ত রয়েছে। কালো বডির সঙ্গে সাদা গ্রাফিকের কনট্রাস্ট বাইকটিকে দিয়েছে আরও স্পোর্টি রূপ। সোনালি রঙের হ্যান্ডেলবার ও ধারালো ফেয়ারিং ডিজাইন একে কনসেপ্ট ভার্সনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখেছে।
আগের পেটেন্ট ছবির তথ্য অনুযায়ী, প্রোডাকশন ভার্সনেও থাকবে স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক, ধারালো সাইড ফেয়ারিংস এবং সামনের ‘বিক’-ধাঁচের আকৃতি। হেডলাইটে ব্যবহৃত হয়েছে আর ১৩০০ জিএস-এর মতো ‘এক্স’-আকৃতির ডে-টাইম রানিং লাইট, আর পিছনে রয়েছে সরু টেল লাইট ইউনিট।

বিজ্ঞাপন
ইঞ্জিন ও পারফরম্যান্স
বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস-এ থাকবে সম্পূর্ণ নতুনভাবে তৈরি ৪৫০ সিসি প্যারালেল টুইন ইঞ্জিন, যা উৎপাদন করবে প্রায় ৪৭ বিহচপি শক্তি। ইঞ্জিনটি বিশেষভাবে টিউন করা হয়েছে লো-এন্ড টর্ক বাড়ানোর জন্য, যাতে অফ-রোড বা দীর্ঘ ভ্রমণে মসৃণ পারফরম্যান্স পাওয়া যায়। মাত্র ১৭৫ কেজি কার্ব ওজন হওয়ায় এটি হবে হালকা, দ্রুত ও সহজ নিয়ন্ত্রণযোগ্য একটি অ্যাডভেঞ্চার বাইক।
বিএমডব্লিউ মোটোরাড নিশ্চিত করেছে, এফ ৪৫০ জিএস-এর গণউৎপাদন শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে, এবং ভারতে লঞ্চ হবে ২০২৬ সালে।
সম্ভাব্য দাম ও প্রতিদ্বন্দ্বী
এই বাইকটির সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ৫ লাখ রুপি (এক্স-শোরুম)। ভারতের বাজারে এটি প্রতিদ্বন্দ্বিতা করবে কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ এবং হোন্ডা এনএক্স৫০০-এর মতো জনপ্রিয় বাইকের সঙ্গে।
আরও পড়ুন: অনবদ্য ডিজাইনে ভবিষ্যতের বৈদ্যুতিক বাইকের দিশা দেখাল হোন্ডা
অ্যাডভেঞ্চার বাইকের জগতে বিএমডব্লিউ এফ ৪৫০ জিএস হতে যাচ্ছে প্রতিষ্ঠানের অন্যতম বড় সংযোজন। নতুন নকশা, হালকা কাঠামো এবং শক্তিশালী পারফরম্যান্সের কারণে এটি হবে অভিজ্ঞ রাইডারদের জন্য যেমন উপযুক্ত, তেমনি নতুন বাইকপ্রেমীদের জন্যও আকর্ষণীয় একটি পছন্দ।
এজেড

