মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৫ হাজার টাকা পর্যন্ত দাম কমল টিভিএস বাইকের 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০২২, ১২:০০ পিএম

শেয়ার করুন:

১৫ হাজার টাকা পর্যন্ত দাম কমল টিভিএস বাইকের 

বিভিন্ন মডেলের মোটরসাইকেলের দাম কমালো টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড। মডেলভেদে দাম কমেছে ১৫ হাজার টাকা পর্যন্ত। বর্তমানে দেশে টিভিএস আটটি মডেলের মোটরসাইকেল বিক্রি করছে।

টিভিএস জানিয়েছে, ঈদে ক্রেতাদের বাইক কিনতে উৎসাহিত করতে বিভিন্ন মডেলে ছাড় দেওয়া হয়েছে। এটি ঈদের খুশি অফার। দেশজুড়ে টিভিএসের বিভিন্ন শো রুমে অফারটি পাওয়া যাবে। 


বিজ্ঞাপন


টিভিএসের ঈদ অফারের আওতায় অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর এবিএস ভেরিয়েন্ট কেনা যাবে ২ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। এর আগের দাম 
ছিল ২ লাখ ২৬ হাজার ৯০০ টাকা। 

tvsঅ্যাপাচি আরটিআর ১৬০ এখন কেনা যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৯০০ টাকা। যা আগে বিক্রি হতো ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকায়।

জনপ্রিয় মডেল স্ট্রাইকারের দাম এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকায়। যা আগে বিক্রি হতো ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। 

টিভিএসের নতুন মডেলের স্কুটার রক ১২৫ মডেল বাজারে আসতে না আসতেই দাম কমানো হয়েছে। ঈদ অফারে এটা কেনা যাবে 
১ লাখ ৩২ হাজার ৯০০ টাকায়। যার আগের দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। 


বিজ্ঞাপন


ম্যাক্স মডেলটির আগের দাম ছিল ১ লাখ ২৯ হাজার ৯০০ টাকা। দাম কমে এখন মডেলটি কেনা যাচ্ছে ১ লাখ ১৪ হাজার ৯০০ টাকায়। 

টিভিএসের সাশ্রয়ী কমিউটির মেট্রো প্লাস ১১০ মডেল ডিস্ক ও ড্রাম ব্রেক ভার্সনে পাওয়া যায়। ডিস্ক ভার্সনের দাম কমে এখন দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। যার পূর্বের মূল্য ছিল ১ লাখ ১৪ হাজার ৯০০ টাকা। 

ড্রাম ব্রেক ভার্সনের আগের দাম ছিল ১ লাখ ৯ হাজার ৯০০ টাকা। এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ৪ হাজার ৯০০ টাকা। 

মেট্রো ১০০ সিসির অফার মূল্য ৯৫ হাজার ৯০০ টাকা। যা আগে বিক্রি হতো ৯৯ হাজার ৯০০ টাকায়।

এছাড়াও এক্সএল ১০০ মডেলটিও কেনা যাবে হ্রাসকৃত দামে। এই মডেলটি এখন আইটাচ ও কমফোর্ট এই দুই ভার্সনে পাওয়া যায়। উভয় ভার্সনের দাম কমেছে ২০০০ টাকা। আইটাচ ভার্সনের অফার মূল্য ৭৬ হাজার ৯০০ টাকা। কমফোর্টের দাম ৭৭ হাজার ৯০০ টাকা। 

এজেড 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর