শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কাওয়াসাকি নতুন মডেলের নিনজা মোটরসাইকেল আনল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ০২:৪৫ পিএম

শেয়ার করুন:

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেল
কাওয়াসাকি তাদের জনপ্রিয় কোয়ার্টার-লিটার স্পোর্টবাইক ও নেকেড বাইক ২০২৬ কাওয়াসাকি নিনজা ২৫০ ও জেড২৫০ উন্মোচন করেছে।

কাওয়াসাকি তাদের জনপ্রিয় কোয়ার্টার-লিটার স্পোর্টবাইক ও নেকেড বাইক ২০২৬ কাওয়াসাকি নিনজা ২৫০ ও জেড২৫০ উন্মোচন করেছে। জাপানি এই কোম্পানি জানিয়েছে, এই দুই মোটরসাইকেল নভেম্বর ২০২৫ থেকে বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে। যদিও নতুন ইঞ্জিন বা পারফরম্যান্সে পরিবর্তন আনা হয়নি, নতুন কালার স্কিম এবং রিফ্রেশড গ্রাফিক্স বাইকগুলোকে আরও আকর্ষণীয় করেছে।

২০২৬ কাওয়াসাকি নিনজা ২৫০ এসেছে দুটি নতুন রঙে: গ্রে উইথ ইয়েলো অ্যাকসেন্টস এবং হোয়াইট উইথ রেড স্ট্রিকস। গ্রে-ইয়েলো কম্বিনেশনটি মিনিমালিস্ট ও মার্জিত লুক দেয়, অন্যদিকে সাদা-লাল ভ্যারিয়েন্টটি উজ্জ্বল ও স্পোর্টি ভাব প্রকাশ করে। Z250-তে এসেছে ব্ল্যাক ও গ্রে কম্বিনেশন, যা বাইকটির পেশিবহুল ও আক্রমণাত্মক ডিজাইনকে আরও ফুটিয়ে তোলে।


বিজ্ঞাপন


ডিজাইনের দিক থেকে উভয় বাইক তাদের পূর্ববর্তী সংস্করণের মতোই থাকলেও, এখন দেখতে Ninja 400 ও Z650-এর মতো বড় ভাইদের সঙ্গে মিল রয়েছে। অর্থাৎ, স্টাইল এবং স্ট্যান্সে একই পরিবারের ডিএনএ বজায় রাখা হয়েছে। নতুন প্রজন্মের Ninja 250 ও Z250 উভয়েই ২৪৮ সিসি লিকুইড-কুল্ড প্যারালাল-টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা সর্বাধিক ৩৪.৫ বিএইচপি পাওয়ার এবং ২২ এনএম টর্ক উৎপাদন করে। ইঞ্জিনের সঙ্গে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, যা শহর থেকে হাইওয়ে ক্রুজিং—দুই পরিস্থিতিতেই চমৎকার পারফরম্যান্স দেয়।

kawasaki

রাইডিংয়ের সুবিধার জন্য দুটি বাইকেই আছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও রিয়ার মোনোশক সাসপেনশন, যা দীর্ঘ রাইডেও আরামদায়ক নিয়ন্ত্রণ প্রদান করে। ব্রেকিং সিস্টেমে সামনের দিকে ৩১০ মিমি ডিস্ক এবং পিছনের দিকে ২২০ মিমি ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। ১৭ ইঞ্চি অ্যালয় হুইল এবং ১৪৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স শহরের রাস্তায় রাইডের জন্য যথেষ্ট উপযুক্ত। ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা ১৪ লিটার, যা একবার ফিল করেই দীর্ঘ রাইড উপভোগ করা যায়।

যেহেতু Ninja ২৫০ একটি স্পোর্টবাইক, তাই এর ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সেমি-ডিজিটাল, অন্যদিকে Z250-এ রয়েছে সম্পূর্ণ এলসিডি ডিসপ্লে, যা আরও আধুনিক ও তথ্যসমৃদ্ধ। জাপানে Ninja 250-এর দাম নির্ধারিত হয়েছে ৭,২৬,০০০ ইয়েন এবং Z250-এর দাম ৭,০৪,০০০ ইয়েন । 


বিজ্ঞাপন


আরও পড়ুন: রয়্যাল এনফিল্ড টুইন সিলিন্ডারের মোটরসাইকেল আনছে

নতুন রঙ, সূক্ষ্ম আপডেট এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির কারণে 2026 Kawasaki Ninja 250 ও Z250 জাপানের বাইকপ্রেমীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এর ডিজাইন ও প্রযুক্তি ভবিষ্যতের Kawasaki বাইকগুলোতেও প্রভাব ফেলবে, যা ভবিষ্যতের বাইকপ্রেমীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর