মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নভেম্বরেই আসছে Yamaha XSR 155: রেট্রো লুক, আধুনিক ফিচার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

নভেম্বরেই আসছে Yamaha XSR 155: রেট্রো লুক, আধুনিক ফিচার

বাইকপ্রেমীদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর Yamaha অবশেষে XSR 155 লঞ্চের পথে। সম্প্রতি প্রথমবার দেশের রাস্তায় টেস্টিং চলাকালীন ধরা পড়ে এই রেট্রো-স্টাইল মোটরসাইকেলটি। সংস্থার ঘোষণা অনুযায়ী, ১১ নভেম্বর ২০২৫-এ নতুন প্রোডাক্ট উন্মোচন হবে এবং ধারণা করা হচ্ছে সেটিই হবে XSR 155।

রেট্রো স্টাইলিংয়ের এই বাইকটিতে থাকছে গোলাকার LED হেডল্যাম্প, টিয়ারড্রপ-শেপড ফুয়েল ট্যাঙ্ক, ফ্ল্যাট বেঞ্চ সিট, ১৭-ইঞ্চি অ্যালয় হুইল ও আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক। রিয়ার সাসপেনশনে মোনোশক সেটআপ এবং দুই দিকেই ডিস্ক ব্রেক রয়েছে, যা বাইকটিকে প্রিমিয়াম লুক দিয়েছে।


বিজ্ঞাপন


XSR 155 তৈরি হয়েছে R15 V4-এর প্ল্যাটফর্মে। এতে থাকছে ১৫৫ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন, যা ১৮.১ বিএইচপি শক্তি ও ১৪ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। ইঞ্জিনের সঙ্গে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স ও অ্যাসিস্ট-অ্যান্ড-স্লিপার ক্লাচ, যা পারফরম্যান্সকে আরও মসৃণ ও স্পোর্টি করবে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের এই মোটরসাইকেল নতুন রঙ ও ফিচারে এলো

নিরাপত্তার জন্য ডুয়েল-চ্যানেল ABS দেওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কনেক্টিভিটি ফিচার যেমন কল-অ্যালার্ট, SMS নোটিফিকেশন ও ট্র্যাকিং সিস্টেম যুক্ত হতে পারে।

ভারতে লঞ্চ হলে বাইকটি MT-15 ও R15-এর মাঝামাঝি অবস্থান নেবে। এর প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে TVS Apache RTR 160 4V, Hero Xtreme 160R 4V, Bajaj Pulsar N160 ও KTM 160 Duke।


বিজ্ঞাপন


রেট্রো-স্টাইল বাইকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে Yamaha XSR 155 ভারতের ১৬০ সিসি প্রিমিয়াম সেগমেন্টে গেম-চেঞ্জার হতে পারে বলেই আশা করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর