বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজাজ প্লাটিনা ১২৫ মডেল এলো ২০২৫ এডিশনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এএম

শেয়ার করুন:

বাজাজ প্লাটিনা ১২৫ মডেল এলো ২০২৫ এডিশনে

জনপ্রিয় মোটরসাইকেল নির্মাতা বাজাজ অটো নিয়ে আসছে তাদের নতুন কমিউটার বাইক বাজাজ প্লাটিনা ১২৫ ২০২৫ এডিশন 125। এই বাইকে মিলবে শক্তিশালী ১২৪ সিসির ইঞ্জিন। যা ৭০ কিমি/লিটার পর্যন্ত মাইলেজ দেবে। সাশ্রয়ী দামে এটি হতে পারে বাজেট রাইডারদের সেরা পছন্দ।

ডিজাইন


বিজ্ঞাপন


নতুন প্লাটিনা ১২৫ এসেছে আরও আকর্ষণীয় ডিজাইন নিয়ে। এতে থাকছে এয়ারোডাইনামিক ফ্রন্ট কাউল, স্লিক বডি গ্রাফিক্স, আরামদায়ক কুশনিংসহ চওড়া সিট এবং অ্যালয় হুইল। ব্ল্যাক-আউট ইঞ্জিন ফিনিশ ও LED DRL হেডল্যাম্প বাইকটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। সোজা রাইডিং পজিশন এবং ইরগোনমিক হ্যান্ডেলবার দীর্ঘ পথেও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা দেবে।

ইঞ্জিন ও মাইলেজ

বাইকের হৃদয়ে রয়েছে রিফাইন্ড 125cc DTS-i ইঞ্জিন, যা উচ্চ টর্ক এবং স্মুথ পাওয়ার আউটপুট দিতে সক্ষম। ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত এই বাইক শহর ও হাইওয়ে উভয় রাইডেই কার্যকর। এর সবচেয়ে বড় আকর্ষণ হল ৭০ কিমি/লিটার মাইলেজ, যা একে 125cc কমিউটার সেগমেন্টে নতুন মানদণ্ডে পৌঁছে দিয়েছে।

ফিচার


বিজ্ঞাপন


বাজাজ প্লাটিনা 125 (2025) এসেছে একাধিক কমিউটার-ফ্রেন্ডলি ফিচার নিয়ে:

সেমি-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার

ফ্রন্ট ডিস্ক ব্রেক ও কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS)

নাইট্রক্স সাসপেনশন উন্নত শক অ্যাবজর্পশনের জন্য

ইঞ্জিন কিল সুইচ ও USB চার্জিং পোর্ট

লম্বা রিয়ারভিউ মিরর নিরাপত্তার জন্য

এই ফিচারগুলো একে সেগমেন্টের অন্যতম ফিচার-সমৃদ্ধ বাইকে পরিণত করেছে।

দাম

বাইকের দাম রাখা হয়েছে মাত্র ৬৮ হাজার রুপি (এক্স-শোরুম)। কম মেইনটেন্যান্স খরচ এবং উচ্চ মাইলেজ একে করেছে প্রথমবার বাইক কিনতে ইচ্ছুক ও দৈনন্দিন যাত্রীদের জন্য সেরা পছন্দ।

চূড়ান্ত ভাবনা

বাজাজ প্লাটিনা 125 (2025) শক্তি, মাইলেজ, সাশ্রয়ী দাম ও আকর্ষণীয় ডিজাইনের দুর্দান্ত সমন্বয়। এর আধুনিক ফিচার, আরামদায়ক রাইড ও কম খরচে ব্যবহারযোগ্যতা একে 125cc কমিউটার সেগমেন্টের বড় প্রতিযোগী করে তুলেছে।

আরও পড়ুন: ইয়ামাহা নতুন দুই মডেলের মোটরসাইকেল আনছে

যারা পুরোনো বাইক আপগ্রেড করতে চান বা প্রথমবার কিনতে চান, তাদের জন্য এটি হতে পারে 2025 সালের সেরা ভ্যালু-ফর-মানি বাইক।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর